দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘দলের নামে সন্ত্রাস-চাঁদাবাজি করলে জিরো টলারেন্স’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : কালবেলা

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সমাজের ন্যায়বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের রাজনীতি ও অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এ দুর্গাপুরকে বৈষম্যবিহীন দুর্গাপুরে পরিণত করব এবং দুর্গাপুরকে চাঁদাবাজমুক্ত দুর্গাপুর গড়ে তুলব।

তিনি বলেন, এ দুর্গাপুরকে হিন্দু, মুসলিম, হাজং, গারো, খ্রিস্টানসহ সবার বসবাসযোগ্য দুর্গাপুর গড়ে তুলবো। রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেওয়া নয়, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। রাজনীতি করে কতুটুকু পেয়েছেন তার হিসাব কখনো নিবেন না, কতটুকু দিতে পারছেন, দিতে পারবেন সেজন্য প্রস্তুতি নেন।

দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ সঞ্চালনা করেন।

এ সময় দুর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামসহ ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যরা।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে নিহত শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১০

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১১

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১২

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৩

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৪

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৫

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৬

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৭

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৯

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

২০
X