পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন থামিয়ে ছাত্র-জনতার আন্দোলন

পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে আন্দোলন। ছবি : কালবেলা
পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে আন্দোলন। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে চিলাহাটী থেকে খুলনাগামী এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।

এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা বিলম্ব করে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছলে অনির্দিষ্ট সময়ের জন্য ট্রেনের যাত্রা বন্ধ করে দেন আন্দোলনকারী ছাত্র-জনতা। ট্রেন চলাচল বন্ধ রাখতে আন্দোলনকারীরা ট্রেনের সামনে ব্যানার ও রেললাইনের ওপর স্লিপার তুলে দিয়ে ট্রেনের যাত্রা বিরতির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চলমান রাখেন।

এদিকে ট্রেনের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তির শিকার হয়েছেন চিলাহাটী থেকে খুলনাগামী এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠকে বসে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। এ সময় প্রায় ২ ঘণ্টা বিলম্ব হওয়ার পর আবার ট্রেনের কার্যক্রম স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পাঁচবিবি বণিক সমিতি ও ছাত্র-জনতার উদ্যোগে এই মানববন্ধন এবং আন্দোলন কর্মসূচি পালিত হয়।

পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ও আন্দোলন কর্মসূচির সমন্বয়ক মো. তাইজুল ইসলাম বলেন, আমরা পাঁচবিবিবাসী দল-মত নির্বিশেষে ট্রেনের এই যাত্রা বিরতির দাবিতে দীর্ঘদিন থেকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। উনাদের কোনো সাড়া পাইনি। এ কারণে আজ আমাদের পাঁচবিবিবাসীর প্রাণের দাবি, রূপসা ও নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ছাত্র-জনতা আন্দোলন কর্মসূচি পালন করেছি।

পাঁচবিবি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে আন্দোলনকারীরা ট্রেন থামিয়ে দিয়ে আন্দোলন করেন। এ সময় এই রুটে সব ট্রেন চলাচল বন্ধ থাকে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করলে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রায় ২ ঘণ্টা পর এ রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১০

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১১

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১২

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৩

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

১৪

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

১৫

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

১৬

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

১৭

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

১৮

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৯

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

২০
X