চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ রেলস্টেশন থেকে মো. রায়হান নামে এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রেলস্টেশনের গার্ড পোস্টের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. ইদ্রিস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টাইটং গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলস্টেশনে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন