বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ
সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজ

৮ বছর অনুপস্থিত থেকেও বেতন নেন পিয়ন সেলিম 

সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজ। ছবি : কালবেলা
সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজ। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী পিয়ন মো. সেলিম তালুকদার আট বছর ধরে অনুপস্থিত থেকেও প্রতি মাসে উত্তোলন করে নিচ্ছেন সরকারি বেতন-ভাতা।

এ বিষয়ে কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য মো. মতিউর রহমান ঝন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. সেলিম তালুকদার চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৯৯৩ সালে যোগদান করেন সৈয়দ আফছার আলী ডিগ্রি কলেজে। তিনি ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত আট বছর ধরে ঠিকমতো চোখে দেখতে পাচ্ছেন না। আর এ কারণেই এখনো বাড়িতে থাকেন, আসেন না কর্মস্থলে। অথচ কলেজের উপস্থিতি খাতায় রীতিমতো স্বাক্ষর করে উত্তোলন করা হচ্ছে সরকারি বেতন-ভাতা। তবে সেই বেতন যাচ্ছে কারও না কারও পকেটে। কলেজের অধ্যক্ষ মো. আবু জাফরের কাছেও নেই কোনো সঠিক তথ্য।

বিষয়টি কলেজের গভর্নিং বডির সভায় উত্থাপন করা হলে কমিটির সদস্যরা ওই বিষয়টি গোপন করে যান। কলেজের গভর্নিং বডির ২০১৭ সালে ২২৫ নম্বর সভার সিদ্ধান্তে বিধি মোতাবেক পিয়ন মো. সেলিম তালুকদারের অসুস্থতার কারণে তার পরিবর্তে সরকারি নিয়ম অনুসারে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে মো. মিজানুর রহমান খোকনকে চাকরি দেয় কলেজ কর্তৃপক্ষ।

মো. মিজানুর রহমান খোকন ২০১৭ সালে যোগদানের পর থেকে কলেজ কর্তৃপক্ষ প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন দেয় তাকে। ওই ৫ হাজার টাকা ছাড়া সরকারি কোনো ভাতা পাচ্ছেন না মিজানুর রহমান। আর এ কারণেই মিজানুর রহমানের পিতা গভর্নিং বডির সদস্য মো. মতিউর রহমান ঝন্টু অসুস্থ পিয়ন মো. সেলিম তালুকদারকে অবসর প্রদান করেন, তার ছেলে মো. মিজানুর রহমান খোকনকে নিয়োগ প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন।

এ বিষয়ে পিয়ন সেলিম তালুকদার কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে আমার চোখে সমস্যা দেখা দিয়েছে, আগের মতো চোখে দেখতে পাই না। তাই কর্মস্থলে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বেতনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কাছে জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, মো. মতিউর রহমান ঝন্টু নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য কলেজ অধ্যক্ষ মো. আবু জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্তকারী অধ্যক্ষ মো. আবু জাফর কালবেলাকে বলেন, গভর্নিং বডির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, তার আগে কিছু বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা 

২৬ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ

তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

ফের সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করবে বিএনপি : টুকু

ড. ইউনুস কি ভালো ভোট করতে পারবেন : মান্না

১০

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

১১

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

১২

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

১৩

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

১৪

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

১৫

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

১৬

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

১৭

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

১৮

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

১৯

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

২০
X