পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লাম্পি স্কিন ডিজিজে এক উপজেলায় ৪০০ গরুর মৃত্যু

লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত গরু। ছবি : কালবেলা
লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত গরু। ছবি : কালবেলা

লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) লালমনিরহাটের পাটগ্রামে অন্তত ৪০০ গরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। পাটগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলাতেও এ রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিষেধক না থাকায় উপজেলাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার গরু রয়েছে। ক্ষুরা রোগের চেয়েও লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ঙ্কর। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। এটি মশা, মাছি, আঁঠালি মাইটের মাধ্যমে দ্রুত এক প্রাণি থেকে অন্য প্রাণিতে ছড়ায়। এ রোগ নিয়ন্ত্রণে খামার বা গোয়াল ঘর পরিষ্কার পরিছন্ন রাখা, মশা নিধন ও স্বাস্থ্য বিধি মেনে চলা। খামারে নিরাপত্তা নিশ্চিত করা, কীটপতঙ্গ, মশামাছি, মাইট নিয়ন্ত্রণ করা। খামারের আক্রান্ত প্রাণি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়াসহ মশারির ভেতরে রেখে চিকিৎসার ব্যবস্থা করা। বর্তমানে রোগটি এ উপজেলায় ছড়িয়ে পড়ার ফলে অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন : লাম্পি স্কিন ডিজিজ ঝুঁকিতে গবাদি পশু

খোঁজ নিয়ে জানা গেছে, এ রোগে আক্রান্ত হয়ে উপজেলার বাউরা ইউনিয়নের আমেনা বেগমের একটি গরু, আবু বক্করের একটি, জামাল হোসেনের একটিসহ পাটগ্রাম উপজেলায় ৩৫০-৪০০টি গরু মারা গেছে। উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই রোগ ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে দেখা গেছে, উপজেলার একজন কৃষক দুটি গরু নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। পরে ওই কার্যালয়ের প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল চন্দ্র রায় গরু দুটির চিকিৎসা দেন। এতে দেখা গেছে গরুর পুরো শরীরে থাকা চামড়ায় গুটি হয়ে ফুলে রয়েছে।

এ সময় তিনি জানান, এ রোগে গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ও পা ফুলে ক্ষতের সৃষ্টি হয়। তা ছাড়াও প্রচণ্ড জ্বর আসে। পরে তিনি এলএসডি রোগের বিষয়ে নানা পর্রামশ দেন।

বাউরা ইউনিয়নের বাসিন্দা কৃষক ইসমাঈল হোসেন কালবেলাকে বলেন, ‘আমার একটি গরুর গায়ে গুটি গুটি বের হয়েছে। গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। গরুটিকে অনেক চিকিৎসা দিয়েছি ভালো হয়নি। ভালো না হওয়ায় কসাইর কাছে বিক্রি করেছি।’

এ সময় একই ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম কালবেলাকে বলেন, লাম্পি রোগে আমার একটি গরু মারা গেছে। এ রোগে প্রথমে গরুর চামড়ায় গুটি-গুটি ওঠে, পা ফুলে যায়, ঘন ঘন নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, কোনো কিছু খেতেই পারছে না। সঠিক চিকিৎসা না থাকায় চরম সমস্যায় পড়েছি।

উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম কালবেলাকে বলেন, প্রায় মাস খানেক আগে এই রোগটি তাদের গ্রামে দেখা দিয়েছে। এই রোগে বেশিরভাগ কম বয়সী গরু আক্রান্ত হচ্ছে। আমার তিনটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা করেও সেরে উঠছে না। পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল চন্দ্র রায় কালবেলাকে বলেন, ‘এ রোগে দুই-চারটি গরু খবর মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে তাদের কাছে গরুর মালিকের নামের তালিকা নেই।’

তিনি আরও বলেন, এলাকার মানুষকে সচেতন করতে ইতোমধ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ রোগের ভ্যাকসিন না থাকায় রোগটির প্রকোপ দ্রুত বিস্তার লাভ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিক বইয়ে ‘ভয়ংকর পরিণতির ভবিষ্যদ্বাণী’, জাপানজুড়ে আতঙ্ক

দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

১০

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

১১

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

১২

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১৩

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১৪

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১৫

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৬

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৭

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৮

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৯

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

২০
X