পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লাম্পি স্কিন ডিজিজে এক উপজেলায় ৪০০ গরুর মৃত্যু

লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত গরু। ছবি : কালবেলা
লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত গরু। ছবি : কালবেলা

লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) লালমনিরহাটের পাটগ্রামে অন্তত ৪০০ গরুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। পাটগ্রাম ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলাতেও এ রোগ ছড়িয়ে পড়েছে। প্রতিষেধক না থাকায় উপজেলাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১ লাখ ৮০ হাজার গরু রয়েছে। ক্ষুরা রোগের চেয়েও লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ঙ্কর। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। এটি মশা, মাছি, আঁঠালি মাইটের মাধ্যমে দ্রুত এক প্রাণি থেকে অন্য প্রাণিতে ছড়ায়। এ রোগ নিয়ন্ত্রণে খামার বা গোয়াল ঘর পরিষ্কার পরিছন্ন রাখা, মশা নিধন ও স্বাস্থ্য বিধি মেনে চলা। খামারে নিরাপত্তা নিশ্চিত করা, কীটপতঙ্গ, মশামাছি, মাইট নিয়ন্ত্রণ করা। খামারের আক্রান্ত প্রাণি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়াসহ মশারির ভেতরে রেখে চিকিৎসার ব্যবস্থা করা। বর্তমানে রোগটি এ উপজেলায় ছড়িয়ে পড়ার ফলে অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন : লাম্পি স্কিন ডিজিজ ঝুঁকিতে গবাদি পশু

খোঁজ নিয়ে জানা গেছে, এ রোগে আক্রান্ত হয়ে উপজেলার বাউরা ইউনিয়নের আমেনা বেগমের একটি গরু, আবু বক্করের একটি, জামাল হোসেনের একটিসহ পাটগ্রাম উপজেলায় ৩৫০-৪০০টি গরু মারা গেছে। উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই রোগ ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে দেখা গেছে, উপজেলার একজন কৃষক দুটি গরু নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। পরে ওই কার্যালয়ের প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল চন্দ্র রায় গরু দুটির চিকিৎসা দেন। এতে দেখা গেছে গরুর পুরো শরীরে থাকা চামড়ায় গুটি হয়ে ফুলে রয়েছে।

এ সময় তিনি জানান, এ রোগে গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ও পা ফুলে ক্ষতের সৃষ্টি হয়। তা ছাড়াও প্রচণ্ড জ্বর আসে। পরে তিনি এলএসডি রোগের বিষয়ে নানা পর্রামশ দেন।

বাউরা ইউনিয়নের বাসিন্দা কৃষক ইসমাঈল হোসেন কালবেলাকে বলেন, ‘আমার একটি গরুর গায়ে গুটি গুটি বের হয়েছে। গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়। গরুটিকে অনেক চিকিৎসা দিয়েছি ভালো হয়নি। ভালো না হওয়ায় কসাইর কাছে বিক্রি করেছি।’

এ সময় একই ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম কালবেলাকে বলেন, লাম্পি রোগে আমার একটি গরু মারা গেছে। এ রোগে প্রথমে গরুর চামড়ায় গুটি-গুটি ওঠে, পা ফুলে যায়, ঘন ঘন নিঃশ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, কোনো কিছু খেতেই পারছে না। সঠিক চিকিৎসা না থাকায় চরম সমস্যায় পড়েছি।

উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম কালবেলাকে বলেন, প্রায় মাস খানেক আগে এই রোগটি তাদের গ্রামে দেখা দিয়েছে। এই রোগে বেশিরভাগ কম বয়সী গরু আক্রান্ত হচ্ছে। আমার তিনটি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা করেও সেরে উঠছে না। পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল চন্দ্র রায় কালবেলাকে বলেন, ‘এ রোগে দুই-চারটি গরু খবর মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে তাদের কাছে গরুর মালিকের নামের তালিকা নেই।’

তিনি আরও বলেন, এলাকার মানুষকে সচেতন করতে ইতোমধ্যে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ রোগের ভ্যাকসিন না থাকায় রোগটির প্রকোপ দ্রুত বিস্তার লাভ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব / চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

গাজায় নিহত ৪০ ফিলিস্তিনি / বিমান হামলার পর স্থল অভিযানেও নামছে ইসরায়েল

যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার তাজসহ গ্রেপ্তার ৪

স্বজনকে ‘উড়ন্ত চুমু’ দিলেন হাজী সেলিম

ফাজিল স্নাতকে ভর্তির সময় বাড়াল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের ব্যবসা

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

‘জেদি বাচ্চার মতো আচরণ করছে ভারত’

শাপলা চত্বরে গণহত্যার বিচার হচ্ছে না কেন, ছাত্রশিবিরের প্রশ্ন 

১০

কারাগারে পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিম 

১১

বৈঠক স্থগিত / ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা

১২

স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন

১৩

পেটেন্ট-ট্রেডমার্ক অধিদপ্তরের নতুন ডিজি জাহাঙ্গীর

১৪

অটোচালকদের সঙ্গে বিরোধ, ভোলায় বাস চলাচল বন্ধ

১৫

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই : সিইসি

১৬

আলুর চিপস ঘিরে স্বাবলম্বী যে গ্রাম

১৭

সড়কে ঝরে গেল শৈশবের জবিতে পড়ার স্বপ্ন

১৮

ছয় বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৯

তোমাদের সবচেয়ে বেশি দরকার টাকা, মানুষ নয়: পাপারাজ্জিদের উদ্দেশে বিবার

২০
X