শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পূজার নিরাপত্তায় মণ্ডপে থাকবে বিএনপি : ডা. মজিদ

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। ছবি : কালবেলা
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। ছবি : কালবেলা

আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর করতে লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ বলেন, আসন্ন দুর্গাপূজায় খুলনার পাইকগাছা উপজেলায় কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে সার্বক্ষণিক পাহারা দিয়ে সহযোগী করবে আমাদের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই। সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং সবার সমান অধিকার সুনিশ্চিত করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার। আমরাও বিশ্বাস করি, আসন্ন পূজা হবে বাংলাদেশ সৃষ্টির পর সব থেকে উৎসবমুখর পূজা।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে লস্কর ইউনিয়নের বিনাপানি হাইস্কুল মাঠে স্থানীয় পূজামণ্ডপের সভাপতি গোপাল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ণ্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুজ্জামান খোকন, মেছেল আলী সানা, মফিজুল ইসলাম টাকু, এবিএম আকিজ উদ্দিন, হুরাইরা বাদশা, এটিএম মঈনউদ্দীন শিমুল।

অন্যদের মধ্যে- মো. শহিদ, রাসেল হোসাইন, আনারুল ইসলাম, আলম জমাদার, নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তাকিম, রায়হান পারভেজ টিপু, রাজেশ রায় রাজা, মুরাদ হোসেন, সাগর, আা. ওদুদ, শাওন, জাহিদ হোসেন, আমিনুর, মারুফ, জয়ন্ত ও তিতাশ সরকার উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাহুল সরকার, রঞ্জিত কুমার, নির্মল কুমার, পবিত্র কুমার মণ্ডল, প্রাণচন্দ্র হালদার বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, আমি হিন্দুর ছেলে, আমি বুকে হাত রেখে বলতে পারি বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুখে থাকে। ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগের আমলেই আমাদের দেশ ছাড়তে হয়। বিএনপি-জামায়াতের আমলে যেটুকু হামলা-মামলা দেখা যায় খোঁজ নিয়ে দেখেন প্রতিটি ঘটনার পেছনে আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ বলেন, আসন্ন দুর্গাপূজায় কেউ কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করলে আপনারা তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমাদের খবর দেবেন। আমাদের মনে রাখতে হবে, সহিংসতাকারীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না। বিএনপিতে কোনো ধরনের দুর্বৃত্ত জায়গা হবে না। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যদি কেউ কোনো সহিংসতা, লুটপাট বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এমনকি দলই তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না। ইতোমধ্যে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছিল তাদের আমরা বহিষ্কার করেছি।

উল্লেখ্য, লস্কর ইউনিয়নে এ বছর ১৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১০

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১১

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৩

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৪

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৬

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৮

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৯

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

২০
X