নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কমছে বন্যার পানি, বিধ্বস্ত ফসলের ক্ষেত

নেত্রকোনায় বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা
নেত্রকোনায় বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : কালবেলা

নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বন্যা পরবর্তী নানা দুর্ভোগ। পানি নামতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির স্রোতে ভেঙে গেছে জেলার প্লাবিত ৫ উপজেলার অনেকগুলো ছোট বড় বেশ কয়েকটি সড়ক। এসব সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

এদিকে বন্যায় জেলার ২২ হাজার ৬৪১ হেক্টর জমির রোপা আমন ধান তলিয়ে যায়। এতে দুইশত ৯৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান। তবে কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।

এ ছাড়া বন্যায় জেলার ১ হাজার ৭০০ এর বেশি ফিশারির মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতি পরিমাণ ৮ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

নেত্রকোনার মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির বলেন, এ ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হবে।

জেলার উপদাখালী নদীর পানি বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার শূন্য দশমিক ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এর আগে সকাল ৯টায় বিপৎসীমার শূন্য দশমিক শূন্য ৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। বুধবার (৯ অক্টোবর) এ নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া সবগুলো নদীর পানি সমানভাবে কমছে। পানি উঠায় জেলায় ১৮৬টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার কৃষক হাফিজ মিয়া বলেন, ৮ একর জমির ধান পানিতে চলে গেছে। পোলাপানের পড়ালেখা ও সংসারের খরচ চালানো দায় হবে।

সদর উপজেলার বাইশধার গ্রামের রতন মিয়া বলেন, বন্যায় দুটি পুকুরের মাছ ভেসে গেছে। ১০ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ধান-মাছের পেছনে ঋণ করে অনেক খরচ করেছি। আশায় ছিলাম ফসল উঠলে ঋণের টাকা শোধ করে ছেলেমেয়েদের লেখাপড়া ও সারা বছরের পরিবারের সংসারের খরচ হবে। বন্যায় সব শেষ হয়ে গেল। এখন পর্যন্ত সরকারের কোনো সহযোগিতা পেলাম না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, উজানে বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও উন্নতি হবে।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, বন্যায় পুকুরের মাছ ভেসে যাচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু সম্পদের ক্ষতি হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দি আছেন। ত্রাণসহায়তাসহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, সবার সম্মিলিত সহযোগিতায় এ সংকট সহজে কেটে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা

দিল্লির ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস

বিশ্বকাপের প্রথম টিকিট দান করে দিবেন মেক্সিকো প্রেসিডেন্ট

টিকটকে ভিউ বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০ হ্যাশট্যাগ 

শিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার জানা যাবে : আসিফ নজরুল

প্রাইভেটকার নিয়ে অটো চুরি করেন তারা

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

‘জনগণই পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে’

১০

শীতকালে কত দিন পর পর শ্যাম্পু করা উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

১১

বরগুনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১২

‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনার

১৩

বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা কারাগারে

১৪

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন

১৫

শামিকে দলে না নেওয়ায় নির্বাচকদের ওপর ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি

১৬

দিল্লির ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন : পররাষ্ট্র উপদেষ্টা

১৭

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন রাজনৈতিক দল : রিজভী

১৮

রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

১৯

মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি

২০
X