চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৪০ দিন ধরে বিছানায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ ইয়াকুব

গুলিবিদ্ধ ইয়াকুব হোসেন। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ ইয়াকুব হোসেন। ছবি : কালবেলা

গুলিবিদ্ধ হয়ে ৪০ দিন ধরে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন কুমিল্লার মো. ইয়াকুব হোসেন। টাকার অভাবে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় তার পরিবার।

ইয়াকুবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বরৈয়া গ্রামে। দুই রুমের একটি টিনশেডের বাড়ি। কৃষক বাবার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পড়ালেখা ছেড়ে দিয়ে খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য হন। রাজমিস্ত্রির সঙ্গে হেলপার হিসেবে সামান্য বেতনে কাজ করতেন ইয়াকুব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইয়াকুবের বাড়িতে গেলে তিনি জানান, ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকার অন্যদের সঙ্গে আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে গিয়েছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শহরে। ঐদিন বিকেলে আনন্দ মিছিলকারী ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সঙ্গে থানা পুলিশের হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ইয়াকুব নিরাপদ দূরত্বেই ছিলেন। কিন্তু এ সময় পুলিশের ছোড়া গুলি এসে লাগে ইয়াকুবের দুই পায়ে। বামপাশের হাঁটুর নিচে লাগা গুলিটি একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেয় উপস্থিত লোকজন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসা শেষে বাসায় ফিরলেও অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয় তাকে।

প্রায় তিন সপ্তাহ পরে সংবাদ পেয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে এক সপ্তাহ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর বাসায় ফিরলেও দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা এখনো চলমান। এক্ষেত্রে এলাকাবাসী বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সহযোগিতা করলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবার।

এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বিছানায় পড়ে থাকায় মা-বাবার পক্ষে সংসার চালানো বেশ মুশকিল হয়ে পড়েছে। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে প্রতিদিন ইয়াকুবের চিকিৎসা খাতে খরচ হচ্ছে অনেক টাকা।

গুলিবিদ্ধ ইয়াকুব হোসেন বলেন, গুলিবিদ্ধ হয়ে আজ বিছানায় কাতরাচ্ছি। প্রচণ্ড ব্যথায় ঘুমাতে পারি না। আমার কারণে পরিবারের সবার ঘুম হারাম হয়ে গেছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলে আর্থিক সমস্যাসহ পরিবারকে পড়তে হয়েছে নানা সমস্যায়। চিকিৎসা ব্যয়ে আমার গ্রামের বিত্তবানরাসহ যুবসমাজ এগিয়ে এসেছে। আমি সুস্থতার জন্য মহান আল্লাহর সাহায্য, সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ইয়াকুবের মা বলেন, একটি মাত্র ছেলে আমার। সংসারে ভরণপোষণ কথা চিন্তা করে রাজমিস্ত্রির কাজ করত। গুলির আঘাতে ছেলে গত এক মাস বিছানায় কাতরাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে সাড়া ফেলল ‘ধুরন্ধর’

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

দিনেদুপুরে ভূমি অফিসে চুরি

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

এক টেকে ‘জানি না’ গেয়েছিলেন নচিকেতা

বার্সাকে ‘চূড়ান্ত হ্যাঁ’ ইয়ামালের, ত্যাগে মুগ্ধ ফ্লিক

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

আমদানির খবরে পেঁয়াজের বাজারে দরপতন

১০

নতুন জোটে এনসিপির সঙ্গী হলো যারা

১১

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন তা পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

১২

নির্বাচনী কাজে বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিয়োগ নিয়ে ইসির যে সিদ্ধান্ত

১৩

কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লিড

১৫

এক যুগেরও বেশি সময় ধরে দুস্থদের পাশে শমসের আলী হেলাল

১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ

১৭

‘বাকসু’ নাম রক্ষা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

সুখবর পেলেন যুবদলের এক নেতা

১৯

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০
X