মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের উপজেলার বড়তাকিয়া খৈয়াছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অটোরিকশার আরও তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতরা হলেন মা নুরজাহান বেগম (৫৫), মেয়ে কাজল রেখা (২৫) ও সাত মাস বয়সী কাজলের সন্তান আনাস। তারা সবাই সীতাকুণ্ডু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের ফতেহ আলী ভূঁইয়া বাড়ি প্রকাশ জামাল মিস্ত্রী বাড়ির বাসিন্দা। আহতরা হলেন নিজাম উদ্দিন (৩০), সাইফুল ইসলাম (২৯) ও শিরিনা আক্তার (২০) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীতাকুন্ড উপজেলার মহানগর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে পূর্ব খৈয়াছরা এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খইয়াছরা ঝরনা রাস্তার মাথায় অটোরিকশা থেকে যাত্রীরা নামছিলেন। এ সময় পেছন দিকে থেকে ভুট্টাবোঝাই দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ট্রাকসহ উল্টে তা পশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক শিশু, দুইনারীসহ তিনজন মারা যান। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিতু আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন হাসপাতালে আনা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া অটোরিকশার যাত্রীদের উদ্ধার করেছি। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বড়তাকিয়া খইয়াছরা ঝরনা রাস্তার মুখে দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে নিহত হয়। নিহতের উদ্ধার করে হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভিআইপি হিসেবে খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন

প্রশ্ন না বুঝে জবাব দিয়ে ট্রলের শিকার মৈথিলী ঠাকুর

মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা

হত্যা মামলায় সীমান্তের ২ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ : মাইকেল মিলার

আইপিএল নিলাম: ভিত্তিমূল্য ২ কোটি রুপি যে ৪৫ ক্রিকেটারের

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

খালেদা জিয়াকে যে কারণে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল সরকার

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে দিনে কতবার সুগার টেস্ট করবেন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফ করেছে আশা

১০

যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমরাহ করলেন মক্কা বিএনপির নেতাকর্মীরা

১২

ট্যাবলেট না ল্যাপটপ, কোনটি আপনার জন্য ভালো

১৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘লেডি বাইকার’

১৪

ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকবেন, জানিয়ে দিলেন আনচেলত্তি

১৫

সারা দেশের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস 

১৬

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

১৭

এবার প্রভাসের বিপরীতে কাজল

১৮

খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক : রিজভী

১৯

ফিরছে কে-পপ গ্রুপ ‘এনহাইপেন’

২০
X