কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত সেই হাতিটিকে 

চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে এলিফ্যান্ট ওভারপাসের পাশে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিশাবক। ছবি : সংগৃহীত
চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে এলিফ্যান্ট ওভারপাসের পাশে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিশাবক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত সেই হাতিটিকে বাঁচানো যায়নি। প্রায় ৪৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালে হাতি শাবকটিকে উদ্ধার করে ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়। গত রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) পাশে ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়েছিল।

হাতিটির চিকিৎসায় গঠিত বোর্ড সদস্য এবং সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন জানান, আঘাতে হাতিটির মেরুদণ্ড ভেঙে গেছে। একটি পা ভেঙে হাড় বেরিয়ে গিয়েছিল। উপর থেকে পরে মাথায়ও গুরুতর আঘাত পেয়েছিল। কান ও শুঁড় দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ এত বেশি ছিল যে প্রাণীটিকে আর বাঁচানো যায়নি।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে যদি অপারেশন করা যেত, তাহলে হয়তো সেটিকে বাঁচানো যেত। কিন্তু হাতির শরীরে অস্ত্রোপচার করার মতো যন্ত্রপাতির আসলে আমাদের নেই। এটা খুবই দুঃখজনক যে, হাতিটিকে আমরা বাঁচাতে পারিনি।

ডা. জুলকার নাইন আরও বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হাতিটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেটি মারা যায়। এখন ময়নাতদন্তসহ অন্যান্য শেষে মাটিচাপা দেওয়া হবে।

এর আগে সোমবার রাতে আহত হাতির চিকিৎসায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি বোর্ড গঠনের কথা জানায়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ছয়টি হাতির একটি দল রোববার সন্ধ্যায় থেকে অভয়ারণ্যে বিচরণ করছিল। তবে রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে প্রাণীটি গুরুতর আহত হয়।

তিনি বলেন, ঘটনাস্থলের খুব কাছেই আমাদের অফিস। আমরা সেখানে গিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করি। পরবর্তীতে সকালে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X