খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

‘কালবেলা সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে’

কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে খুলনা প্রেস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে ক্লাবের ব্যাংকুয়েট হলে গিয়ে শেষ হয়। কালবেলার খুলনা রিপোর্টার বশির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে কালবেলা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা মাত্র দুই বছরে তার দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠিত করেছে। কালবেলা সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। পত্রিকাটির সফলতা কামনা করছি। আপনারা এগিয়ে যান, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। বিশ্বাস করি কালবেলা আগামী দিনে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় মো. তৈয়েবুর রহমানকে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খুড়ে মানুষের দাফনে সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম বলেন, আমি গর্বিত যে নতুন একটা দেশ পেয়েছি। আমি এখানে আসতে পেরেছি আমার ছেলের কারণে কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই পত্রিকাটি যে ভালোভাবে চলে সেই কামনা করছি।

অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মাহমুদ সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জাময়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেহ সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নুর।

মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, সমকাল খুলনার রিপোর্টার হাসান হিমালয়, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, অধিকার খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক মো. নুরুজ্জামান, শামসুদ্দীন দোহা, এসএ টিভির খুলনা ব্যুরো চীফ রকিবুল ইসলাম মতি, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান মোহাম্মদ মিলন।

প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান এসএম আমিনুল ইসলাম, সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, ইনকিলাব ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, সাংবাদিক মাসরুর হোসেন, বেল্লাল হোসেন সজল, রফিক আলী, একরামুল হক লিপু, তানজিম আহমেদ, সাইফুল ইসলাম, মানজারুল ইসরাম, এমএ সাদী, কামাল মোস্তফা, কালবেলার কয়রা প্রতিনিধি মো. ফরহাদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

১০

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১১

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

শুষ্ক আবহাওয়ায় ঢাকায় তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রিতে

১৩

সিরিয়ার জ্বালানি খাতকে সুযোগ হিসেবে দেখছে পশ্চিমারা

১৪

বিয়ের বৈঠকে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

১৫

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

১৮

৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X