চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন সেলিম

সরকার মোহাম্মদ সেলিমের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ। ছবি : কালবেলা
সরকার মোহাম্মদ সেলিমের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিকক্ষে পাঠদানে আলো ছড়ানোর ধারাবাহিকতা বজায় রেখে এবার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা পেলেন সরকার মোহাম্মদ সেলিম। তিনি বর্তমানে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শিক্ষা কার্যালয়ে তার হাতে এ সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ।

এতে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে বলেন, ক্লাসে অনেক সময় পড়ায় একঘেয়েমি লাগলেও সেলিম স্যার যখন বাংলা বিষয়ে ক্লাস নেন, কখনোই আমাদের এক ঘেয়েমি মনে হয় না। স্যার হাসির ছলে পাঠদান করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়া আদায় করে নেন। ক্লাসে দুর্বল শিক্ষার্থীরাও যেন স্যারের আন্তরিকতাময় পড়ার জাদুতে মেধাবী হয়ে ওঠে। সেলিম স্যারের এমন সাফল্যে আমরা তার শিক্ষার্থী হয়ে আনন্দে উৎফুল্লতা প্রকাশ করছি।

জানা যায়, সরকার মোহাম্মদ সেলিম ২০০১ সালে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত হন। সে হিসেবে তিনি শিক্ষকতা জীবনে প্রায় দুই যুগ অতিবাহিত করছেন। ২০০৬ সালে চাঁদপুরের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় যোগদানের মাধ্যমে সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি জীবন শুরু করেন। তবে চাকরি জীবনে এবারই তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা পেলেন।

আরও জানা যায়, চাঁদপুর সদরের ৩নং কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের সরকার বাড়ির ছেলে সরকার মোহাম্মদ সেলিম। তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকার ও মাতা শাহানারা বেগম। সংসারে ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে তিনি ৩য় সন্তান। বর্তমানে তার দাম্পত্য জীবনে স্ত্রীসহ ৩ কন্যা সন্তান রয়েছে।

এক সাক্ষাৎকারে নিজের পাঠদান করা বাংলা বিষয় নিয়ে সরকার মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, আমি বাঙালি এবং বাংলায় কথা বলি। গঁদ বাঁধা মুখস্থের কোনো বিষয় না থাকায় নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থায় বাংলা পড়িয়ে ভালো লেগেছে। শিক্ষক শিক্ষার্থীর মাঝে আনন্দঘন পরিবেশে এই শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে। বুঝে বুঝে পড়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা আরও দক্ষ হচ্ছে এবং এভাবেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় সরকার মোহাম্মদ সেলিম আরও বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় আত্মনিয়োগের মাধ্যমে আমি যেন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রেখে দেশের সেবা করতে পারি। সেজন্য এ ধরনের স্বীকৃতিতে আমার মনোবল দৃঢ় হওয়ার পাশাপাশি কাজে আরও উদ্যোমী হতে আরও অনুপ্রেরণা পেলাম। আমার জন্য দোয়া চাই, জেলা পর্যায়ের এ ধারা যেন বিভাগীয় পর্যায়েও অব্যাহত রাখতে পারি।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় এবার স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৬ জন শিক্ষককে পুরস্কার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

১০

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

১১

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

১২

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

১৩

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

১৪

ধানের শীষ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল : দুলু

১৫

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

১৬

মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক

১৭

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

১৮

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

১৯

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

২০
X