চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন সেলিম

সরকার মোহাম্মদ সেলিমের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ। ছবি : কালবেলা
সরকার মোহাম্মদ সেলিমের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিকক্ষে পাঠদানে আলো ছড়ানোর ধারাবাহিকতা বজায় রেখে এবার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা পেলেন সরকার মোহাম্মদ সেলিম। তিনি বর্তমানে শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শিক্ষা কার্যালয়ে তার হাতে এ সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ কৃষ্ণ দেবনাথ।

এতে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে বলেন, ক্লাসে অনেক সময় পড়ায় একঘেয়েমি লাগলেও সেলিম স্যার যখন বাংলা বিষয়ে ক্লাস নেন, কখনোই আমাদের এক ঘেয়েমি মনে হয় না। স্যার হাসির ছলে পাঠদান করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়া আদায় করে নেন। ক্লাসে দুর্বল শিক্ষার্থীরাও যেন স্যারের আন্তরিকতাময় পড়ার জাদুতে মেধাবী হয়ে ওঠে। সেলিম স্যারের এমন সাফল্যে আমরা তার শিক্ষার্থী হয়ে আনন্দে উৎফুল্লতা প্রকাশ করছি।

জানা যায়, সরকার মোহাম্মদ সেলিম ২০০১ সালে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত হন। সে হিসেবে তিনি শিক্ষকতা জীবনে প্রায় দুই যুগ অতিবাহিত করছেন। ২০০৬ সালে চাঁদপুরের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় যোগদানের মাধ্যমে সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি জীবন শুরু করেন। তবে চাকরি জীবনে এবারই তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা পেলেন।

আরও জানা যায়, চাঁদপুর সদরের ৩নং কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের সরকার বাড়ির ছেলে সরকার মোহাম্মদ সেলিম। তার পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকার ও মাতা শাহানারা বেগম। সংসারে ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে তিনি ৩য় সন্তান। বর্তমানে তার দাম্পত্য জীবনে স্ত্রীসহ ৩ কন্যা সন্তান রয়েছে।

এক সাক্ষাৎকারে নিজের পাঠদান করা বাংলা বিষয় নিয়ে সরকার মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, আমি বাঙালি এবং বাংলায় কথা বলি। গঁদ বাঁধা মুখস্থের কোনো বিষয় না থাকায় নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থায় বাংলা পড়িয়ে ভালো লেগেছে। শিক্ষক শিক্ষার্থীর মাঝে আনন্দঘন পরিবেশে এই শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে। বুঝে বুঝে পড়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা আরও দক্ষ হচ্ছে এবং এভাবেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় সরকার মোহাম্মদ সেলিম আরও বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় আত্মনিয়োগের মাধ্যমে আমি যেন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রেখে দেশের সেবা করতে পারি। সেজন্য এ ধরনের স্বীকৃতিতে আমার মনোবল দৃঢ় হওয়ার পাশাপাশি কাজে আরও উদ্যোমী হতে আরও অনুপ্রেরণা পেলাম। আমার জন্য দোয়া চাই, জেলা পর্যায়ের এ ধারা যেন বিভাগীয় পর্যায়েও অব্যাহত রাখতে পারি।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় এবার স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৬ জন শিক্ষককে পুরস্কার দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ব্যাপক ধরপাকড়, এক সপ্তাহেই ২১ হাজারের বেশি গ্রেপ্তার

আখরোট নাকি কাঠবাদাম, শীতে শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ঝিলের জায়গায় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ বন্ধের নির্দেশ

লঘুচাপ-নিম্নচাপ-বৃষ্টি-ঘূর্ণিঝড় নিয়ে নভেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস

মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার লক্ষ্যে আকিজ রিসোর্সের আবেদন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

গাজার নিরাপত্তা নিশ্চিতে বসছে ৬ মুসলিম দেশ

তীব্র কষ্টের সময় নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ?

সোহান-শরিফুলের চোট কতটা গুরুতর, যা জানা গেল

দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

১০

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার 

১১

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

১২

হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

১৩

মোবাইলে ব্যস্ত মা, লিফটে আটকে গেল শিশুর হাত

১৪

‘শাপলা কলি’ চাওয়ার ব্যাখ্যা দিলেন নাসীরুদ্দীন

১৫

তিন লাখ টাকার গাঁজা নিয়ে র‌্যাবের জালে যুবক

১৬

সীমান্তে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ

১৭

‘প্রেসিডেন্ট চুপ্পুর আদেশ হবে গণঅভ্যুত্থানের কফিনে শেষ পেরেক’

১৮

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

১৯

‘পেড্ডি’ তে রাম চরণের বিপরীতে জাহ্নবী

২০
X