গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রেলপথ আটকে ছাত্রদলের বিক্ষোভ

রাজবাড়ীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজবাড়ীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

‘মধুমতী এক্সপ্রেস’ ৩৫ মিনিট ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে রাখার পর বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বেলা ১২টায় ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে এমন খবর জানতে পারেন তারা। ট্রেনের রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। ফলে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাদের।

এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এ রুটে আরও নতুন ট্রেন দেওয়ার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১৫ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ৩৫ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১০ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ২০ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

১০

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

১১

দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫টি কাজ ও উদ্যোগ গ্রহণ ডাকসুর

১২

নির্বাচিত হলে মাদক চাঁদাবাজ অস্ত্রবাজদের প্রতিহত করা হবে : মিন্টু

১৩

ময়মনসিংহে একই পথসভায় বিএনপি-জামায়াতসহ বহুদল 

১৪

কূটনৈতিক টানাপড়েনে জাপান থেকে শেষ পান্ডাজোড়া ফিরিয়ে নিচ্ছে চীন

১৫

নির্বাচনের আগে বিএনপির ২১ নেতাকে দুঃসংবাদ

১৬

মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

১৭

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

১৮

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

১৯

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

২০
X