নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে ককটেল। ছবি : কালবেলা
অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে ককটেল। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবরচোপা বাজারের প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে। ফলে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে একটি মাইক্রোবাস আসছিল। ওই মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে কারো কোনো ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইক্রোবাসটি গোবরচাঁপা হয়ে বদলগাছীর দিকে চলে যায়।

বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার কালবেলাকে বলেন, আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

তিনি আরও বলেন, দেশ ও সমাজকে অস্থিতিশীল করা কারো কাম্য নয়। আমরা সমাজকে ভালো করে গড়তে চাই। তবে জয় বাংলার স্লোগান দেওয়াতে আমরা মনে করছি আওয়ামী লীগের দোসরার এখনো আছে এবং জানান দিচ্ছে তারা মাঠে আছে। তাই যারা এ ধরনের অন্যায় কাজ করবে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বদলগাছী থানার ওসি শাহ্জাহান আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হই। এ সময় দুটো সাদা মাইক্রোবাস বদলগাছীর দিকে চলে যেতে দেখা যায়। এরপর আমরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তাজা ছয়টি ককটেল উদ্ধার করি। তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছে সেটা আমার জানা নেই। মামলার প্রস্তুতি চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

যথাসময়ে আইনি পদক্ষেপ নেব : শিশির মনির

বাংলাদেশ-ভারত সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবে : তারিক চয়ন

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

১০

‘খালেদা জিয়ার অবস্থার উন্নতি, সিটিস্ক্যানসহ কিছু টেস্ট নরমাল’

১১

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে : তারেক রহমান

১২

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

১৩

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

১৪

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন

১৫

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

১৬

অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের

১৭

শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার বলিউড পরিচালক

১৮

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

১৯

মামলার বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

২০
X