সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মা-ছেলে হত্যায় একজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে হত্যার দায়ে মো. হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ফাঁসিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাফিজুল ইসলাম উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের মো. শাহজাহান প্রামানিকের ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল প্রাং (৫৫), মো. বাচ্চু মিয়া (৪৩), মো. দুলাল সরকার (৬০), মাসুদ উল্লাহ ওরফে রতন (৪০) রহমত উল্লাহ পান্না (৪৩), মো. রফিকুল ইসলাম (৬২) ও মো. বদিউজ্জামান (৬০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি এসব তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ জুন নিহত আলতাব হোসেন মুকুলেল স্ত্রী মোসা. শামীম আরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে পুলিশ হাফিজুল ও আবুল কালাম আজাদ নামে দুজনকে গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ অক্টোবর আদালতে চার্জশিট দেয় পুলিশ। প্রসিকিউশন ২০ জন সাক্ষী আদালতে উপস্থাপন করেন। এদিকে বিচার চলাকালে আসামি আবুল কালাম আজাদের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আবু বককার সিদ্দিক ও সহকারী পিপি অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট এস এম দেলোয়ার হোসেন মন্টু, অ্যাডভোকেট মো. আসিফ আজাদ (রাতুল) ও অ্যাডভোকেট সেরাজুল ইসলাম আকন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১০

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

১১

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

১২

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

১৩

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১৪

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১৫

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

১৬

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

১৭

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

১৮

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

২০
X