সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ছেলে-পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক

ছেলে ও পুত্রবধূ  অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডলকে গত ২ নভেম্বর হাতে-পা বেঁধে নির্যাতন করা হয়। ছবি : কালবেলা
ছেলে ও পুত্রবধূ অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডলকে গত ২ নভেম্বর হাতে-পা বেঁধে নির্যাতন করা হয়। ছবি : কালবেলা

ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল মারা গেছেন।

রোববার (১০ অক্টোবর ) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে অরবিন্দ মণ্ডলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন তার ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডল। তবে বাবার মৃত্যুর জন্য ভাই ও ভাবি ছাড়াও স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার মণ্ডল, একই গ্রামের কলেজশিক্ষক গণেশ চন্দ্র গাইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অরবিন্দুর মেয়ে অঞ্জনা মণ্ডল।

অরবিন্দ মণ্ডলের মেয়ে অঞ্জনা মণ্ডল বলেন, বাবা বাঁশতলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ২০১০ সালে অবসরে যান। পরে শ্রবণশক্তি হারিয়ে যায়। অবসরের পর ভাই বিশ্বনাথ ও ভাবি কবিতা বাবাকে ভালো চোখে দেখত না। তাকে কারণে অকারণে নির্যাতন করত। গত বছর মা চপলা মণ্ডল মারা যাওয়ার পর থেকে নিজেই রান্না করে খেতেন বাবা। প্রতিবেশীরা বাবাকে খেতে দিতে চাইলেও ভাই-ভাবি গালাগালি করত। গত ২ নভেম্বর শনিবার সকালে বাবাকে বাড়ির উঠানে ফেলে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ভাই-ভাবি।

তিনি বলেন, এ নিয়ে গত এক বছরে আটবার বাবাকে মারধর করে তারা। এরপরও বাবাকে পুলিশ গত ৫ নভেম্বর থানায় নিয়ে অভিযোগ দিতে বললে তিনি রাজি হননি। ৫ নভেম্বর ভাবি চলে যাওয়ার পরদিন বিকেলে ইউপি সদস্য সন্তোষ মণ্ডল, কলেজশিক্ষক গণেশ চন্দ্র গাইন, তাপস সরকার, সুফল সরকারসহ একটি মহল সালিশি বৈঠকের মাধ্যমে ভাবিকে বাড়িতে তুলে দেন তারা।

অঞ্জনা মণ্ডল আরও বলেন, বাবার গচ্ছিত দেড় লাখ টাকা দুই দফায় হারিয়ে যায়। ভাবি কবিতা ওই টাকা চুরি করেছে বলে বাবা ধারণা করেন। ওই টাকা স্থানীয় ইউপি সদস্য সন্তাষ মণ্ডলের সুদে দিয়েছেন ভাবি। যে কারণে সন্তোষ মণ্ডল ও তার পরিবারের সদস্যরা আমার বাবাকে নির্যাতনে কোনো বাধা দেননি। যে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হতো সেই দড়ি বাবা অন্য জায়গায় লুকিয়ে রাখে। ২ নভেম্বর শনিবার সকালে মশারির নেট দিয়ে বেঁধে বাবাকে নির্যাতন করা হয়।

বাঁশতলা উত্তর পাড়ার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবিতা মণ্ডলের সঙ্গে ইউপি সদস্য সন্তোষ মণ্ডলের শুধু টাকা সুদ খাটানোর সম্পর্ক না। তাদের মধ্যে রয়েছে গভীর প্রেম। তবে গত সোমবার বাড়িতে পুলিশ আসলে ইউপি সদস্যের ছেলের মোটরসাইকেলে পালিয়ে যায় কবিতা। দুই ছেলে রাজ ও দ্বীপকে তারা সঙ্গে নিয়ে যায়। গ্রামে আত্মগোপন করে থাকে শিক্ষকের ছেলে বিশ্বনাথ। মঙ্গলবার ভোরে বাড়িতে এসে দুই বোন ও বাবার কাছে নিজের ও স্ত্রীর কৃতকর্মের জন্য ক্ষমা চায় বিশ্বনাথ। তবে এতকিছুর পরও ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করতে চাননি অরবিন্দু মন্ডল। তবে অরবিন্দু মণ্ডলের দুই ভাই ভারতে যাওয়ার পর তাদের সম্পত্তি দখলে নিতে ইউপি সদস্য সন্তোষ মণ্ডল কবিতাকে কৌশলে নিজের আয়ত্তে রেখেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল শারীরিকভাবে অসুস্থ ছিলেন আগে থেকেই। মৃত্যুর বিষয়টি শুনেছি। ওনাকে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলাম কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?

১৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি 

ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

১৯ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে : আমিনুল হক

১০

একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু

১১

ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

১২

তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

১৩

বগুড়ায় আগুনে নিঃস্ব তিন পরিবারের পাশে তারেক রহমান

১৪

শেষ হলো ঢাকা জেলা প্রশাসন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পাটপণ্য মেলা

১৫

ট্রাম্পের হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৬

এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি

১৭

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

১৮

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

১৯

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

২০
X