সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’

অ্যাম্বুলেন্সের প্রতীকী। ছবি : সংগৃহীত
অ্যাম্বুলেন্সের প্রতীকী। ছবি : সংগৃহীত

স্বজন ভেবে সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের লোকজন। পথে হঠাৎ আসে একটি ফোন কল। ধরতেই বলছেন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি।’ আকস্মিক লাশবাহী ভ্যানে পিনপতন নিরবতা নেমে আসে। পরে ভ্যান ঘুরিয়ে নেওয়া লাশটি নেওয়া হয় থানায়।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সড়কের তালা উপজেলার সীমান্তবর্তী আঠারোমাইলের কাঞ্চনপুর এলাকায় ওই নারীকে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে নজরুল ইসলাম নামের এক ভ্যানচালককে দিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনার কয়েক ঘণ্টা পর খবর পেয়ে তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত জনাব আলী নিকারীর সন্তানরা লাশটি তাদের নিখোঁজ বোন রাজিয়ার (৩৫) বলে শনাক্ত করেন। তারা লাশ বাড়ি নেওয়ার দাবি জানান।

পরে তালা থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি রাজিয়ার বলে নিশ্চিত হয়ে দাবি করা পরিবারের কাছে হস্তান্তর করেন।

এরপর তারা রাজিয়ার লাশ ভ্যান করে গ্রামের বাড়িতে রওনা দেন। পথেই বাধে বিপত্তি! হাজরাকাটি বাজার পর্যন্ত পৌঁছালে লাশবাহী বোনের মোবাইলে ফোন আসে রাজিয়ার ব্যবহৃত ফোন নম্বর থেকে। অপর প্রান্ত থেকে বলছেন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি। জীবিকার প্রয়োজনে দূরে গেছি। তাই রাতে বাড়ি ফিরতে পারব না।’

ফোনের অপর প্রান্তের কণ্ঠ শুনে চিনতে পারেন, জীবিত বোনের গলা। এরপর তারা বিষয়টি নিশ্চিত হওয়ার পর চলে পিনপতন নিস্তব্ধতা। এরপর শোকের ভ্যানে খানিকটা শান্তির পরশ, পরক্ষণেই লাশবাহী ভ্যানটিকে নেওয়া হয় ফের তালা থানায়।

রাজিয়ার ভাই সাহেব আলী নিকারী সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বহন করা লাশের মুখ বিকৃত হওয়ায় পরনের বোরকা, ওড়না ও শরীরের গঠন দেখে তারা অনেকটা নিশ্চিত হন যে লাশটি তাদের বোন রাজিয়ার।

এদিকে থানায় লাশ পৌঁছানোর পরিচয় শনাক্ত করতে পিবিআইয়ের সহযোগিতা কামনা করে পুলিশ। এরপর তারা নিশ্চিত হয় যে লাশটি পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা-রামচন্দ্র নগরের জহর হালদারের মেয়ে সেলিনা বেগমের (৩৯)।

এ বিষয়ে নিহত সেলিনার ভাই বেলায়েত হালদার জানান, সেলিনা তাদের সবার ছোট বোন। সে মানষিক রোগী। বিভিন্ন সময় বাড়ির কাউকে না জানিয়ে এদিক-সেদিক চলে যায়। দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তারা। শেষে জানতে পারলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেলিনা নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান কালবেলাকে বলেন, গত সোমবার ডুমুরিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সেলিনা নামের ওই নারীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এর আগে অন্য একটি পরিবার তাদের বোন দাবি করে লাশ গ্রহণ করে নিল কীভাবে, এ প্রশ্নের জবাবে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, এক পক্ষ লাশটি তাদের বোন দাবি করেছিল। পরে আমরা যাচাই-বাছাই করে আসল পরিবারের কাছে হস্তান্তর করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ভারতের বোলারদের ওপর পাক ব্যাটারদের দাপট

বিয়ে করতে যাওয়ার পথে ‘প্রথম স্ত্রীর’ হাতে আটক ছাত্রলীগ নেতা

পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন, যা এ দেশে হবে না : কর্নেল অলি

বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

ফাইনালের আগে অদ্ভুত দৃশ্য, একাই ফটোশুট করলেন পাকিস্তান অধিনায়ক

১৮ কেজির কালো পোপা বিক্রি হলো ৯৫ হাজারে

নরসিংদীর ৮৯ পূজামণ্ডপে খায়রুল কবিরের অনুদান

দংশন করা সাপ নিয়েই হাসপাতালে মইনুল

নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী, জেনে নিন

‘প্রাথমিকে ছুটি কমছে’

১০

ডিসেম্বরে হচ্ছে না বইমেলা

১১

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ

১২

নিখোঁজের ১২ ঘণ্টা পর মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

১৩

প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূসের আহ্বান 

১৪

টানা তৃতীয়বারের মতো হাত মেলানো এড়িয়ে গেল ভারত-পাকিস্তান

১৫

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে তানজিম সাকিবের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৬

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

১৭

মুখ অতিরিক্ত ঘামে কেন, যা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক

১৮

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ

১৯

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি গ্রেপ্তার

২০
X