পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে ঝুলিয়ে মারধর, রিকশাচালকের মৃত্যু

রিকশাচালকের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
রিকশাচালকের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরির অভিযোগে হাসানুর রহমান নামে এক রিকশাচালককে ঝুলিয়ে মারধর করায়‌ ৫দিন পর তার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে আহত অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ১১ নভেম্বর ব্যাটারি চুরির ঘটনায় তাকে বেধড়ক মারধর করা হয়। হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, গত ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের রিকশায় পাওয়া যায়। এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বেধড়ক মারধর করে ইউনুস আলীর ছেলে ও স্বজনরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম (২৫) স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। গুরুত্বর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তার স্ত্রী। পাঁচদিন পর আজ আহত হাসানুর মারা গেছে।

হাসানুরের ছোট ভাইয়ের স্ত্রী শাহানাজ পারভীন বলেন, আমার ভাসুর নাকি আইপিএসের ব্যাটারি বের করে গাড়িতে তুলেছে। স্থানীয়রাসহ ওই বাড়ির লোকজনরা মারধর করেছে তাকে। হাসানুরের বুকের হাড় ভেঙে গেছে। মানুষের কাছে শুনে ওনার স্ত্রী ছুটে গেলে তাকেও মারধর করেছে। লোকজনের পায়ে-হাতে ধরে হাসানুরকে নিয়ে আসে। আমি ভাসুর হত্যার বিচার চাই।

হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান বলেন, আমার ভাই ঠাকুরবাড়িতে ভাড়া নিয়ে গেছে। কে বা কারা তার রিকশায় ব্যাটারি উঠিয়ে দিয়েছে। নিয়ে আসার সময় ব্যাটারি চুরির সন্দেহে কাদের ও তার ভাই (ইউনুসের ছেলে) এবং স্থানীয় লোকজন ধরে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারধর করে। আজ আমার ভাই মারা গেছে।

জানতে চাইলে ইউনুস আলীর ছেলে ফারুক হোসেন বলেন, আমরা কেউ তাকে মারধর করিনি। বাসা থেকে ব্যাটারি, আইপিএস চুরি করে নিয়ে যাওয়ার সময় পাড়ার লোকজন চিৎকার করে তাকে ধরে চড়-থাপ্পড় দিয়েছে। ঘটনাস্থলে তার স্ত্রীও আসে। পাড়ার লোকজন পুলিশকে দিতে চেয়েছিল। আমরা ধমক দিয়ে হাসানুরের স্ত্রীর হাতে তুলে দিয়েছি।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিএম মামুনুর রশিদ বলেন, এ ব্যাপারে থানায় কেউ জানায়নি। নিজেরা ঘটনা জেনেছি। নিহতের স্বজনরা না কি মীমাংসা করবে, আইনি ব্যবস্থা নেবে না। আমি বলেছি, আপনারা যাই করেন না কেন লাশ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

১০

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১১

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১২

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

১৩

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

১৪

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

১৫

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

১৭

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

১৮

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

১৯

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

২০
X