সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও দাম কমেনি

কলাপাড়ার পাখিমারা সবজি বাজার। ছবি : কালবেলা
কলাপাড়ার পাখিমারা সবজি বাজার। ছবি : কালবেলা

শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও দাম কমেনি কোনো সবজির। এতে দিশেহারা হয়েছে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সবজির বাজারে গিয়ে দেখা যায়, সবজি বাজারে থরে থরে টাটকা নানা রকমের শীতকালীন সবজি সাজিয়ে রাখা আছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুনসহ নানা সবজি দেখা যায় খুচরা ও পাইকারি বাজারে। তবে তুলনামূলক তেমন কোনো ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি।

পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের বাসিন্দা মো. অহিদুজ্জামান ইয়াকুব কালবেলাকে বলেন, ৭০-৮০ টাকার নিচে কোনো সবজিই কিনতে পারি না। ৩০০ টাকার সবজি একদিনেই শেষ হয়ে যায়। আমরা সাধারণ মানুষ কি খেয়ে বাঁচব? চাল, পেঁয়াজ, ও আলুর দামও নাগালের বাইরে। দাম কমানোর ব্যবস্থা না হলে মানুষের কষ্টের শেষ থাকবে না।

তিনি বলেন, আজ ৫০০ টাকা দিয়ে সবজি আর মাছ কিনেছি যা দিয়ে ১ দিন পার হবে। মাসের ১৫ দিনেই বেতন শেষ হয়ে যায়। বাকি দিন ধারদেনা করে কাটাতে হয়।

আবু তালেব সবজি স্টোরের মালিক খুচরা ব্যবসায়ী মো. আবু তালেব বলেন, কিছুদিন ধরে শীত পড়া শুরু হয়েছে। শীতকালীন সবজিও সব বাজারে উঠেছে কিন্তু কোনো সবজির দামই কমতির দিকে নেই। আজ আমি পাইকারি বেগুন ৭০ টাকা, করলা ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ৭০, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, সিম ৯০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কাঁচাকলা ৪০ টাকা হালি দরে কিনেছি। প্রতি আইটেমে যদি ১০ টাকা বাড়তি ধরি তাহলেই ক্রেতারা রাগ হয়ে যায়। আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয়। আমরা যদি ৫ টাকা থেকে ১০ টাকা বেশি বিক্রি না করি তাহলে সংসার চলবে কী করে?

এ বিষয়ে পাইকারি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, শীতকালীন সবজি বাজারে উঠলেও দাম কমেনি। দেশের বিভিন্ন যায়গা থেকে ব্যবসায়ীরা এসে সবজি ক্রয় করে নেয়। চাহিদা বাড়ছে কিন্তু সে হিসেবে যোগান বাড়েনি। তাই শীতকালীন সবজির দাম পড়ছেনা নিচের দিকে।

সবজি উৎপাদনকারী মো. তাইয়্যেবুর সিকদার বলেন, এখনো পুরোপুরি সবজি আসেনি। আগাম শীতকালীন সবজিতে আমরা দাম ভালো পাই। তবে আগামী সপ্তাহে সব সবজি বাজারে উঠলে দাম কমে যাবে।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত হোসাইন কালবেলাকে বলেন, শীতকালীন সব সবজি এখনো বাজারে আসেনি। বাজারে আগাম শীতকালীন সবজির উপস্থিতি বেশি তাই দাম কমতি নেই। এ সপ্তাহের শেষে হয়তো দাম নাগালের মধ্যে চলে আসবে। পাশাপাশি আমরা নজরদারি করছি কোনো ধরনের সিন্ডিকেট যাতে তৈরি না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১০

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১২

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৪

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৭

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৮

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৯

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

২০
X