কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও দাম কমেনি

কলাপাড়ার পাখিমারা সবজি বাজার। ছবি : কালবেলা
কলাপাড়ার পাখিমারা সবজি বাজার। ছবি : কালবেলা

শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও দাম কমেনি কোনো সবজির। এতে দিশেহারা হয়েছে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সবজির বাজারে গিয়ে দেখা যায়, সবজি বাজারে থরে থরে টাটকা নানা রকমের শীতকালীন সবজি সাজিয়ে রাখা আছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুনসহ নানা সবজি দেখা যায় খুচরা ও পাইকারি বাজারে। তবে তুলনামূলক তেমন কোনো ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি।

পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের বাসিন্দা মো. অহিদুজ্জামান ইয়াকুব কালবেলাকে বলেন, ৭০-৮০ টাকার নিচে কোনো সবজিই কিনতে পারি না। ৩০০ টাকার সবজি একদিনেই শেষ হয়ে যায়। আমরা সাধারণ মানুষ কি খেয়ে বাঁচব? চাল, পেঁয়াজ, ও আলুর দামও নাগালের বাইরে। দাম কমানোর ব্যবস্থা না হলে মানুষের কষ্টের শেষ থাকবে না।

তিনি বলেন, আজ ৫০০ টাকা দিয়ে সবজি আর মাছ কিনেছি যা দিয়ে ১ দিন পার হবে। মাসের ১৫ দিনেই বেতন শেষ হয়ে যায়। বাকি দিন ধারদেনা করে কাটাতে হয়।

আবু তালেব সবজি স্টোরের মালিক খুচরা ব্যবসায়ী মো. আবু তালেব বলেন, কিছুদিন ধরে শীত পড়া শুরু হয়েছে। শীতকালীন সবজিও সব বাজারে উঠেছে কিন্তু কোনো সবজির দামই কমতির দিকে নেই। আজ আমি পাইকারি বেগুন ৭০ টাকা, করলা ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ৭০, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, সিম ৯০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, কাঁচাকলা ৪০ টাকা হালি দরে কিনেছি। প্রতি আইটেমে যদি ১০ টাকা বাড়তি ধরি তাহলেই ক্রেতারা রাগ হয়ে যায়। আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয়। আমরা যদি ৫ টাকা থেকে ১০ টাকা বেশি বিক্রি না করি তাহলে সংসার চলবে কী করে?

এ বিষয়ে পাইকারি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, শীতকালীন সবজি বাজারে উঠলেও দাম কমেনি। দেশের বিভিন্ন যায়গা থেকে ব্যবসায়ীরা এসে সবজি ক্রয় করে নেয়। চাহিদা বাড়ছে কিন্তু সে হিসেবে যোগান বাড়েনি। তাই শীতকালীন সবজির দাম পড়ছেনা নিচের দিকে।

সবজি উৎপাদনকারী মো. তাইয়্যেবুর সিকদার বলেন, এখনো পুরোপুরি সবজি আসেনি। আগাম শীতকালীন সবজিতে আমরা দাম ভালো পাই। তবে আগামী সপ্তাহে সব সবজি বাজারে উঠলে দাম কমে যাবে।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরাফাত হোসাইন কালবেলাকে বলেন, শীতকালীন সব সবজি এখনো বাজারে আসেনি। বাজারে আগাম শীতকালীন সবজির উপস্থিতি বেশি তাই দাম কমতি নেই। এ সপ্তাহের শেষে হয়তো দাম নাগালের মধ্যে চলে আসবে। পাশাপাশি আমরা নজরদারি করছি কোনো ধরনের সিন্ডিকেট যাতে তৈরি না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১০

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১১

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১২

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৩

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৪

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৫

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৬

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৭

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৮

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৯

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

২০
X