ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় বুয়া ডাক্তার আটক। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় বুয়া ডাক্তার আটক। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেহেদী হাসান রাসেল (৩০) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। এ সময় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। পরে ভেড়ামারার নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে রাজশাহী থেকে আসা ভুয়া নিউরো মেডিসিন ডাক্তার মেহেদী হাসান রাসেলকে তদন্ত সাপেক্ষে আটক করা হয়। এ ক্লিনিকে গত ৩ সপ্তাহ ধরে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তিনি ডা. মো. মেহেদী হাসানের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ক্লিনিকে নিয়োগ পেয়েছিলেন। ক্লিনিক কর্তৃপক্ষও এ ব্যাপারে অবগত ছিল।

নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিকুর রহমান বলেন, তারা যাচাই-বাছাই করেই তাকে নিয়োগ দিয়েছেন। কিন্তু তিনি যে অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নকল করেছেন, সেটি তারা বুঝতে পারেননি।

ভেড়ামারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মেহেদী হাসান মাসুম বলেছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া জেলা সিভিল সার্জন আকুল উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ডাক্তারকে তদন্ত সাপেক্ষে ভুয়া বলে চিহ্নিত করেছি। ভ্রাম্যমাণ আদালত তাকে জেল ও জরিমানা করেছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন, আমরা জানতে পেরেছি ভুয়া ডাক্তার মেহেদী হাসান রাসেল ম্যাটস থেকে পড়েছে। সে মো. মেহেদী হাসান নামের এক ডাক্তারের নাম, পদবি ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেছে। আমরা তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছি। অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড হবে। এ রকম অভিযান আরও চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিন্টু

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ইউজিসিতে জবির শিক্ষক না থাকায় বৈষম্যের শিকার হচ্ছি : জকসু ভিপি

বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে কান ধরাল বিক্ষুব্ধ জনতা

‘জনতার ইশতেহার’  / ৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতি রাজনীতির দেউলিয়াপনা : নাছির উদ্দীন

৩৫ লাখ টাকার সম্পদ বাপ দিছে, আমি জেল খাটব কেন : সিয়াম

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

১০

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১১

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

১২

বিয়ের পথে টম-জেনডায়া

১৩

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

১৫

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

১৬

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

১৭

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১৮

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

১৯

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

২০
X