বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৬ হাজার টাকার জন্য খুন হন মুদি দোকানি রইস

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর মুদি দোকানি হত্যায় দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর মুদি দোকানি হত্যায় দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর মুদি দোকানি রইস উদ্দিন (৫৫) হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের তিনদিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাত্র ১৬ হাজার টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে রইসকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে কালবেলাকে এসব তথ্য জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী। এর আগে বুধবার (২০ নভেম্বর) শাহজাদপুর পৌর এলাকার নলুয়া গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও রক্তমাখা লুঙ্গি এবং রইসের ট্রাউজার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়ারা হলেন শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের আজিজ আলী মন্ডলের ছেলে মো. মামুন (২৮) ও জুগ্নীদহ পশ্চিমপাড়ার মৃত রানু শেখের ছেলে মো. জয়নাল শেখ (৫০)। মনিহত রইস উদ্দিন একই উপজেলার কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা। ওসি আসলাম আলী বলেন, গত ১৮ নভেম্বর বিকেলে নলুয়া বটতলা এলাকায় ডোবা থেকে রইস উদ্দিনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, রইস উদ্দিন প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাবার পর তিনি একাই থাকতেন। প্রতিদিন সকাল ৬টায় নলুয়া বটতলা এলাকায় তার দোকান খুলতেন এবং রাত ১০টায় বন্ধ করে বাড়ি যেতেন। গত ৩ নভেম্বর যথারীতি সকালে দোকানে গেলেও আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে ছেলে দুলাল হোসেন ৮ নভেম্বর থানায় জিডি করেন। নিখোঁজের ১০ দিন পর ১৮ নভেম্বর তার নলুয়া বটতলা এলাকায় শফিকুলের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছেলে দুলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা তদন্তের একপর্যায়ে বুধবার (২০ নভেম্বর) সন্দেহভাজন আসামি মামুন ও জয়নালকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে টয়লেট থেকে নিহতের দুটি ফোন, মামুনের বাড়ি থেকে রইস উদ্দিনের ট্রাউজার, বাড়ির পাশের ডোবা থেকে রক্তমাখা লুংগি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, মো. মামুন পেশায় নির্মাণ শ্রমিক ও জয়নাল একজন ভবঘুরে। তারা দুজনেই মাঝে মাঝে রইসের দোকানে বসে আড্ডা দিতেন। আর্থিক সংকট থাকায় আসামি মামুন ও জয়নাল রইসের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মামুন একটি চাকু সংগ্রহ করেন এবং গত ৩ নভেম্বর রাত ১০টা থেকে তারা রইসকে অনুসরন করেন। রাত সাড়ে ১১টার দিকে রইসের ভাড়া বাড়িতে গিয়ে তাকে ডেকে বাইরে বের করেন। পরে জয়নাল তাকে চেপে ধরে এবং মামুন চাকু দিয়ে জবাই করে হত্যা করে। হত্যার পর গামলায় করে রক্ত তুলে টয়লেটে ফেলে দেয় এবং রইসের ফোন দুটিও ফেলে দেয়। মামুনের রক্তমাখা লুঙ্গি ও চাকু বাড়ির পাশের ডোবায় ফেলা হয়। পরে রইসের ঘরের ভেতরে ঢুকে তোষকের নিচে থাকা ১৬ হাজার টাকা দুজনে ভাগ করে নেয় ও মামুন লাশ একটি বস্তার মধ্যে ঢুকিয়ে শফিকুলের ডোবায় ফেলে দেয়।

ওসি আসলাম আলী আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X