রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শোক দিবসের ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল নিয়ে তোলপাড়

আইইবির ব্যানারে বঙ্গবন্ধুর বানান ভুল। ছবি : কালবেলা
আইইবির ব্যানারে বঙ্গবন্ধুর বানান ভুল। ছবি : কালবেলা

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল হওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ ও জাতির জন্য চরম অবমাননাকর বলে উল্লেখ করেছেন সচেতন মহল। অনেকেই এমন ভুলের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

জানা গেছে, জাতির পিতার ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিন আগে ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’ রাজশাহী কর্তৃপক্ষ নিজেদের ভবনের দেয়ালে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে দুটি ব্যানার সাঁটিয়ে দেয়। তাদের সেই ব্যানারে বঙ্গবন্ধু বানান ভুল রয়েছে।

সরেজমিন দেখা গেছে, ব্যানার দুটিতেই ‘বঙ্গবন্ধু’ বানানটি লেখা হয়েছে ‘বঙ্গুবন্ধ’। ‘বঙ্গবন্ধু’ বানানে ভুল সংবলিত ব্যানারগুলো এভাবে ঝুলে থাকায় সচেতনমহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করে রুয়েটের এক শিক্ষক বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর আইইবি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির রাজশাহীর নেতারা বঙ্গবন্ধুকে কতটুকু ধারণ করেন তা তাদের ব্যানারে জাতির পিতার নামের ভুল থেকেই অনুমেয়। এটি বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এটি ছোট করে দেখার সুযোগ নেই। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, এমনটা হওয়া উচিত নয়। অবিলম্বে ব্যানার প্রত্যাহার করে নিয়ে সংশোধিত ব্যানার দেওয়ার জন্য অনুরোধ করছি।’

বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাবির ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাশেম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল লেখা গর্হিত অপরাধ। কারণ এটি সাংবিধানিক বিষয়। সংবিধানে এই নামটি আছে। সাংবিধানিকভাবেও কাজটি অসাংবিধানিক হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা প্রকৌশলী হন তারা সমাজের খুবই মেধাবী ছাত্র। তাদের দ্বারা এই ভুল গ্রহণযোগ্য নয়।’

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুজ্জামান বলেন, ‘এটি তারা খুবই অন্যায় কাজ করেছেন। বঙ্গবন্ধু একজনই। ওনার (বঙ্গবন্ধু) কারণে বাংলাদেশসহ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। এ ব্যাপারে এখনই তাদের সঙ্গে কথা বলছি।’

জানতে চাইলে আইইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর বলেন, ‘বঙ্গবন্ধুর নামের বানান ভুল করা তো ঠিক না। ভুল মানেই ভুল। যারা ভুল করেছে তাদের আমি দেখতেছি।’

জানতে চাইলে আইইবি, রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নিজামুল হক সরকার বলেন, ‘আমি ব্যানারের ড্রাফটি চেক করেছি। সেটিতে ঠিক ছিল। যখন প্রিন্ট আউট হয়েছে তখন এটির ঝামেলা বেধে গেছে। তখন আর আমি দেখিনি। আমি এ ব্যাপারে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, দায়িত্ব আমার আর সম্পাদকের ওপরই পড়ে। আমি ব্যানারগুলো এখনই খুলে নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, কীভাবে করা যাবে জানাল মাউশি

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

১০

শিখা অনির্বাণে তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধাঞ্জলি

১১

যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

১২

অবহেলায় ব্যবহার অনুপযোগী ২৭২ টন সার

১৩

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৪

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা

১৫

নীলফামারীতে অবাধে অতিথি পাখি নিধন

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

২১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X