সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন চা-শ্রমিকরা

হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের চা-শ্রমিকরা। ছবি : কালবেলা
হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের চা-শ্রমিকরা। ছবি : কালবেলা

দাবি আদায়ে এবার সচিবালয় ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের চা-শ্রমিকরা। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের খাদিম চা-বাগানে মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এই ঘোষণা দেন তারা।

সংগঠনের আহ্বায়ক এবং খাদিম চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রমিকনেতা সবুজ তাঁতির সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খাদিম বাগানের চা-শ্রমিকনেতা রহিমা খাতুন, সমন্বয়ক এস এম শুভ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১০ সপ্তাহের মজুরি পরিশোধ না করায় ন্যাশনাল টি কোম্পানির চা-বাগানের শ্রমিকদের পরিবার দুর্বিষহ জীবন যাপন করছে। ফাঁড়ি বাগানসহ ১৯টি বাগানের ১৬ হাজার চা-শ্রমিক পরিবারের সদস্যরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। কিন্তু সরকারি মালিকানাধীন বাগান হওয়া সত্ত্বেও এত দিন অতিবাহিত হলেও মজুরি পরিশোধে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে বক্তারা বলেন, যদি অনতিবিলম্বে চা-শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালু করা না হয়, তাহলে হাজার হাজার চা-শ্রমিককে নিয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।

তারা বলছেন, চা-শ্রমিকের মজুরি শ্রম আইন ও গেজেট অনুযায়ী ৫ শতাংশ ইনক্রিমেন্ট অর্থাৎ সাড়ে আট টাকা বৃদ্ধি করা হলেও এখন পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে মূল মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ২০২৩-২৪ সালে চা-শ্রমিকদের মজুরি বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে মালিকদের টালবাহানা সহ্য করা হবে না উল্লেখ করে সংগঠনের সমন্বয়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকদের ২০২৩-২৪ সালের মজুরি বৃদ্ধির চুক্তি এ বছরের ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ২০২১-২২ সালের বকেয়া মজুরি ২০ হাজার টাকাও পরিশোধ করতে হবে। চা-শ্রমিকদের শ্রমে-ঘামে উপার্জিত টাকা মালিকদের আত্মসাৎ করতে দেওয়া হবে না।

সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বলেন, পৃথিবীর শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অংশ চা-শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই। যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেই শ্রমিকরা অধিকার আদায় করেছেন। চা-শ্রমিকরাও মজুরি বৃদ্ধিসহ নাগরিক অধিকার আদায়ে লড়ছেন। সেই লড়াইয়ে কমিউনিস্ট পার্টি সর্বদা আপনাদের পাশে আছে। এ লড়াইকে শোষণমুক্ত বাংলাদেশ নির্মাণের সংগ্রামে পরিণত করতে হবে।

সংগঠনের আহ্বায়ক সবুজ তাঁতি বলেন, চা-শ্রমিকদের প্রতিটি লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। প্রতিষ্ঠার পর থেকে বকেয়া মজুরি আদায়ে ঢাকায় শ্রম ভবন ঘেরাও, গেজেট বাতিল, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের সংকট নিরসনে আমাদের সংগঠন নিরবচ্ছিন্নভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন বাগানে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহযোগিতাসহ অন্যান্য ক্ষেত্রেও মানবিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।

চা-শ্রমিকদের মুক্তির সনদ ১০ দফা বাস্তবায়নের সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার (২৭ নভেম্বর)। ২০২২ সালের ওই দিনে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত কনভেনশনের মাধ্যমে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল / ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী

মা-মেয়েকে কেন খুন করলেন, জানালেন গৃহকর্মী আয়েশা

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

১০

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

১১

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

১২

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৩

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১৪

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

১৫

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

১৬

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

১৭

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

১৮

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১৯

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

২০
X