গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী নিয়ে হোটেলে গিয়ে লাশ হলেন যুবলীগ নেতা

নিহত যুবলীগ নেতা মো. ফেরদাউস শেখ। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা মো. ফেরদাউস শেখ। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে পাথালিয়া পিঠা গার্ডেন হোটেল থেকে মো. ফেরদাউস শেখ (৪৫) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই যুবলীগ নেতা।

নিহত মো. ফেরদাউস শেখ (৪৫) জেলার টুঙ্গিপাড়া উপজেলা ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি পেশায় একজন গরুর খামারি ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই বাসা থেকে বের হয়। ভাত খাওয়ার সময় রাত ৯টার দিকে ভাইয়ের মোবাইলে কল দিই। আমাকে বলল, আমি টুঙ্গিপাড়ার বন্ধুর বাড়িতে আছি, পরে আসব। সকালে তার মোবাইলে কল দিলে বন্ধ পাই। বুধবার দুপুরে গোপালগঞ্জ থানা পুলিশ আমাদের কল দিয়ে তার লাশ উদ্ধারের কথা জানায়।

তিনি জানান, আমার ভাই ইউনিয়ন যুবলীগের আগামী সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা ও গাড়ি পোড়ানো মামলায় তাকে আসামি করা হয়েছিল। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বুধবার দুপুরে পিঠা গার্ডেনের ম্যানেজার তুহিন মোল্লা থানায় এসে জানান মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার সকাল ৭টার দিকে ওই নারী কক্ষ থেকে বের হয়ে যান। দুপুরে ফেরদাউস শেখ বের না হলে ওই কক্ষে গিয়ে তাকে মৃত দেখতে পান এবং থানায় এসে খবর দেন। পুলিশ হোটেলে গিয়ে ওই কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

পিঠা গার্ডেনের মালিক ফারুক আহমেদ বলেন, তারা দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুরে কর্মচারীরা তার কক্ষ বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে তার লাশ দেখতে পান। কীভাবে মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১১

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১২

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৩

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৪

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৫

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৬

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৮

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

১৯

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

২০
X