গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী নিয়ে হোটেলে গিয়ে লাশ হলেন যুবলীগ নেতা

নিহত যুবলীগ নেতা মো. ফেরদাউস শেখ। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা মো. ফেরদাউস শেখ। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে পাথালিয়া পিঠা গার্ডেন হোটেল থেকে মো. ফেরদাউস শেখ (৪৫) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই যুবলীগ নেতা।

নিহত মো. ফেরদাউস শেখ (৪৫) জেলার টুঙ্গিপাড়া উপজেলা ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি পেশায় একজন গরুর খামারি ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমার ভাই বাসা থেকে বের হয়। ভাত খাওয়ার সময় রাত ৯টার দিকে ভাইয়ের মোবাইলে কল দিই। আমাকে বলল, আমি টুঙ্গিপাড়ার বন্ধুর বাড়িতে আছি, পরে আসব। সকালে তার মোবাইলে কল দিলে বন্ধ পাই। বুধবার দুপুরে গোপালগঞ্জ থানা পুলিশ আমাদের কল দিয়ে তার লাশ উদ্ধারের কথা জানায়।

তিনি জানান, আমার ভাই ইউনিয়ন যুবলীগের আগামী সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলা ও গাড়ি পোড়ানো মামলায় তাকে আসামি করা হয়েছিল। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বুধবার দুপুরে পিঠা গার্ডেনের ম্যানেজার তুহিন মোল্লা থানায় এসে জানান মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার সকাল ৭টার দিকে ওই নারী কক্ষ থেকে বের হয়ে যান। দুপুরে ফেরদাউস শেখ বের না হলে ওই কক্ষে গিয়ে তাকে মৃত দেখতে পান এবং থানায় এসে খবর দেন। পুলিশ হোটেলে গিয়ে ওই কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

পিঠা গার্ডেনের মালিক ফারুক আহমেদ বলেন, তারা দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুরে কর্মচারীরা তার কক্ষ বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে তার লাশ দেখতে পান। কীভাবে মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

১০

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১১

মক্কা থেকে যা বললেন ফারহান

১২

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

১৩

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১৪

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১৬

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১৭

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৮

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৯

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

২০
X