পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কোল্ডস্টোরেজ থেকে আলু বীজ উত্তোলনে হয়রানি

সুপ্রিম সিড কোল্ডস্টোরেজের সামনে আলু বীজ পাওয়ার অপেক্ষায় কৃষক। ছবি : কালবেলা
সুপ্রিম সিড কোল্ডস্টোরেজের সামনে আলু বীজ পাওয়ার অপেক্ষায় কৃষক। ছবি : কালবেলা

আলু চাষের জন্য প্রসিদ্ধ রংপুরের পীরগাছায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও বা বীজ রোপণ করা হচ্ছে। এমন চিত্র এখন সর্বত্র। তবে এরই মধ্যে শতাধিক কৃষক আলু চাষের জন্য জমি প্রস্তুত করার পরও কোল্ডস্টোরেজ থেকে বীজ আলু উত্তোলন করতে না পারায় রোপণ করতে পারছেন না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।

তারা বলছেন, বীজ উত্তোলনে বিলম্ব হলে তারা সময়মতো আলু রোপণ করতে পারবেন না, যা তাদের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা যায়, উপজেলার বড়দরগায় অবস্থিত সুপ্রিম সিড কোল্ডস্টোরেজের আশপাশের এলাকার কৃষকরা তাদের বীজ আলু সংরক্ষণের জন্য জমা রাখেন। এই মৌসুমে তারা যখন সেই আলু উত্তোলন করতে গিয়েছেন, তখন দিনের পর দিন ঘুরেও আলু পাচ্ছেন না।

সরেজমিন সেই কোল্ডস্টোরেজে দেখা যায়, তখনো প্রায় ৪০-৫০ জন কৃষক আলু বীজ পাওয়ার অপেক্ষায় বসে আছেন, অনেকে ঘোরাঘুরি করছেন। কেউ কেউ কোল্ডস্টোরেজের লোকজনের সঙ্গে চেঁচামেচি করছেন।

এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, তারা তাদের উৎপাদিত আলু এই মৌসুমে রোপণের জন্য এই কোল্ডস্টোরেজে জমা রেখেছেন। আলু উত্তোলনের জন্য ৮-১০ দিন আগে রসিদ কেটে দিনের পর দিন তারা কোল্ডস্টোরেজে এসে খালি হাতে ফেরত যাচ্ছেন। ডেলিভারি আজ দেবে কাল দেবে বলে হয়রানি করা হচ্ছে তাদের। এমনকি কোনো কোনো কৃষকের কাগজও নাকি কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না।

কৃষকরা আক্ষেপ করে বলেন, কোল্ডস্টোরেজ থেকে বীজ তুলতে এত ঝামেলা পোহাতে হবে, তা তারা কল্পনাও করেননি। প্রতিদিন এই কোল্ডস্টোরেজ থেকে হাজার হাজার বস্তা আলু বের হচ্ছে অথচ তারা আলু পাচ্ছেন না। কৃষকরা সন্দেহ পোষণ করে বলেন, নিশ্চয়ই এখানে কোনো চক্র কাজ করছে।

কৃষকরা আরও বলেন, কয়েক বছর ধরে এই এলাকার আলু বিদেশে রপ্তানি হচ্ছে। রোপণে দেরি হলে তারা আলু সময়মতো রপ্তানি করতে পারবেন না। তাই তারা যেন যথাসময়ে বীজ পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

অভিযোগের বিষয়ে সুপ্রিম সিড কোল্ডস্টোরেজের ম্যানেজার ফিরোজ আহমেদ কালবেলাকে জানান, তাদের স্টোরেজে ১ লাখ ৯০ হাজার বস্তা আলু রয়েছে। এর মধ্যে বীজ আলু আছে প্রায় ৯০ হাজার বস্তা। কৃষকরা সবাই একযোগে আলু উত্তোলন করতে চাওয়ায় তারা ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছেন। শিগগির তারা এই অবস্থা কাটিয়ে উঠবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কালবেলাকে জানান, তারা বিষয়টি নিয়ে এরই মধ্যে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সবাই একযোগে চাহিদা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আশা করছি, খুব শিগগির সব কৃষক আলু পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দুর্নীতি দমনে প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

সুন্দরবনে অপহরণের মূলহোতা বনদস্যু মাসুম গ্রেপ্তার

ঘরে যা করতে পারেন না মেসি

শৈত্যপ্রবাহে রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

বারবার ঘুম ভেঙে বাথরুমে যেতে হচ্ছে? হতে পারে শরীরের গুরুত্বপূর্ণ সংকেত

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

১১

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

১২

অ্যাশেজ বিপর্যয়ের পর আত্মসমালোচনায় ইংল্যান্ড বোর্ড

১৩

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রীর সঙ্গে শেষ কী কথা বলেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির

১৫

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহিন আফ্রিদির কঠোর বার্তা

১৬

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

১৭

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

১৮

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

১৯

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

২০
X