জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে পিস্তল হাতে সেই ছাত্রলীগ নেতা পালিয়েছেন রাশিয়ায়!

ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফি। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফি। ছবি : সংগৃহীত

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে পিস্তল হাতে হামলা করা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেই ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফি রাশিয়ায় পালিয়েছেন। তিনি ছাত্র-জনতার ওপর হামলা মামলার ২নং আসামি। রাশিয়াতে অবস্থান করে নিজের একটি ছবি ফেসবুকের মাই ডে তে শেয়ার করেছেন রাফি নিজেই।

শনিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রাফির ওই ছবি নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা খাকি রঙের জ্যাকেট ও প্যান্ট পরা রাফির পায়ে সাদা রঙের জুতা, গলায় মাফলার। মুখমণ্ডল জুড়ে দাড়ি। একটি কালো রঙের ল্যাম্প পোস্টের পাশে দাঁড়ানো রাফির পেছনে অনেক গাছ। সেই ছবিতে লোকেশন চিহ্ন দিয়ে ‘ভোরোনেজ, রাশিয়া’ লেখা রয়েছে।

ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বিশ্বস্ত অনুসারী এবং পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন।

মামলার নথি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান দিয়ে মিছিল নিয়ে শহরের হাইস্কুল মোড়ের দিকে যায়। শিক্ষার্থীদের মিছিলে আগ্নেয়াস্ত্র, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া দেয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাফিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা এবং কয়েকজন আহত হয়। এসময় পিস্তল হাতে ছাত্রলীগ নেতা রাফির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ১৭ আগস্ট জামালপুর সদর থানার এসআই মিঠু মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাতে প্রধান আসামি করা হয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে এবং শাহরিয়ার ইসলাম রাফিকে ২নং আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও তিনশ জনকে মামলায় আসামি করা হয়।

শাহরিয়ার ইসলাম রাফির বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক আগে থেকেই স্টুডেন্ট ভিসা হয়েছিল রাফির। কিন্তু ছাত্র আন্দোলনে হামলা, মামলা ও সরকার পতনের কারণে যেতে বিলম্ব হয় তার। তবে সম্প্রতি একটি ফ্লাইটে ঢাকা থেকে রাশিয়া চলে গেছেন রাফি। সেখানে গিয়ে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছে রাফি।

এ বিষয়ে জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইশাহাক হাসান ইখলাস কালবেলাকে বলেন, ‘ছাত্রদের ওপর পিস্তল নিয়ে হামলাকারী কীভাবে দেশের বাইরে চলে যায়? এটা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।’

এসব বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কালবেলাকে জানান, ‘বিষয়টি আমার জানা নেই। আমার যোগদানের আগে মামলাটি হয়েছে। তবুও আমি খোঁজ-খবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে হামলাকারী শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সমন্বয়কদের আলটিমেটাম

বর্ণিল আয়োজনে শেষ হলো স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪

শহীদ জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক : এহসানুল হুদা

কোটি টাকা বিনিয়োগ পেল টেক স্টার্টআপ অ্যাডেফি 

জবি শিবিরের প্রকাশনা উৎসব শুরু হচ্ছে কাল

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...

আগামী নির্বাচন নিয়ে তারেক রহমানের সতর্কতা

চার জেলা সফরে যাচ্ছেন জামায়াতের আমির

বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

জনগণ নয়, একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের : খোকন

১০

জিয়ার ৮৯তম জন্মদিনে কোরআন উপহার পেল ৮৯ শিক্ষার্থী

১১

ভারতের কুম্ভমেলায় আগুন, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

১২

এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার  

১৩

‘হত্যার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো দৃশ্যমান নয়’

১৪

ছেলেকে নিয়ে মেঘনায় ঝাঁপ মায়ের, অতঃপর...

১৫

গারো নারীকে সেনাবাহিনীর নির্যাতন বা অপহরণের দাবি মিথ্যা

১৬

স্ত্রীদের হুমকি দিয়ে নিজ প্রাণ নিলেন স্বামী

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

১৮

আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ

১৯

ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি

২০
X