গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গজারিয়া থানা। ছবি : কালবেলা
গজারিয়া থানা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন গজারিয়া থানার দুই পুলিশ সদস্য। আসামির স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা।

এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন, গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম (৪৫) ও অপর কনস্টেবল (৩৫)।

রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মোজাফফর বেপারির ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তারে সাদা পোশাকে তার বাড়িতে যান গজারিয়া থানা পুলিশের দুই সদস্য। এ সময় আমজাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে চাইলে আমজাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে আমজাদের ছোট ভাই শাহিন, মা খোরশেদা বেগম ও শাহিনের স্ত্রী হালিমা আক্তার পুলিশ সদস্যদের মারধর করে আমজাদকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আহতদের বিষয়ে তথ্য সংগ্রহে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে অপরপ্রান্ত থেকে জানানো হয়, এ বিষয়ে কিছু বলা যাবে না, নিষেধ আছে।

তবে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো.মাহবুবুর রহমান বলেন, একটি মামলায় আমজাদের নামে ওয়ারেন্ট ছিল। পুলিশ তাকে আটক করার জন্য গিয়েছিল। ভুল বোঝাবুঝির কারণে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। পরে এ ঘটনায় আমাদের এএসআই আজিজুল আহত হয়েছেন। আমজাদ আগামীকাল আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আমজাদের বিরুদ্ধে অস্ত্র-মাদক, মারামারিসহ নানা ঘটনায় গজারিয়া ছাড়াও দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তিনি ইমামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি নিয়ে অধ্যাদেশ জারি

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১০

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১১

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১২

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৩

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৫

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৬

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৭

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১৮

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১৯

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

২০
X