রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুক না নেওয়ায় ১১ দম্পতিকে উপহার দিল জামায়াত

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক ছাড়া বিয়ে করায় ১১ নবদম্পতিকে উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক ছাড়া বিয়ে করায় ১১ নবদম্পতিকে উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক ছাড়া বিয়ে করায় ১১ নবদম্পতিকে উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গঙ্গাচড়া সরকারি মডেল হাইস্কুল মাঠে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে উপজেলা জামায়াত।

উপহার হিসেবে নবদম্পতিদের দেওয়া হয়েছে খাট, আলমারি, তোষক, কম্বল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গৃহস্থালিতে ব্যবহৃত নানা আসবাপত্র।

জামায়াত সূত্র জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিকভাবে অসচ্ছল কন্যাদায়গ্রস্ত পরিবারকে খুঁজে বের করা হয়েছে। ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনে সহযোগিতা করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা।

যৌতুক ছাড়া বিয়ে করেছেন তাদের একজন উপজেলার বড়বিল এলাকার লাইবুল ইসলাম। তিনি বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। সব সময় চাইতাম যাতে যৌতুক ছাড়া বিয়ে করতে পারি। আল্লাহ এ আশা পূরণ করেছেন। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

রংপুর নগরীর লোকমান হাকিম ও আরফিনা আক্তার নবদম্পতিও এ উপহার পেয়েছেন। লোকমান হাকিম বলেন, ‘যৌতুক নেওয়া ও দেওয়া ইসলামি শরিয়ায় হারাম। আর একজন মুসলিম হয়ে কেন মানুষের টাকার প্রতি লোভ দেব। এর জন্য আমি আমার সাধ্য অনুযায়ী যৌতুক ছাড়া বিয়ে করেছি।’

তিনি বলেন, ‘আমি আমার মুসলিম ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা বিয়ের সময় শ্বশুর পরিবারের লোকজনকে কষ্ট দিয়ে কিছু নেবেন না। কাউকে কষ্ট দিয়ে কিছু নিয়ে সুখে থাকা যায় না।’

গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি নায়েবুজ্জামান নায়েব কালবেলাকে বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এ আয়োজন। যারা বিয়ের অনুষ্ঠান করতে অক্ষম তাদের জন্য আমাদের ক্ষুদ্র এ প্রয়াস। এর আগেও বিভিন্ন সময় ১২টি বিয়ের আয়োজন করেছি। সুন্দর সমাজ বিনির্মাণে জামায়াত এমন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, জামায়াত নেতা শরিফুল হুদা দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১০

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১১

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১২

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৩

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৪

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৫

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৬

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

১৭

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

১৮

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

১৯

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

২০
X