শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সাবেক এমপির প্রিজন ভ্যানে হামলা

রাজশাহী আদালত চত্বরে সাবেক এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের প্রিজনভ্যানে হামলার একটি চিত্র। ছবি : কালবেলা
রাজশাহী আদালত চত্বরে সাবেক এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের প্রিজনভ্যানে হামলার একটি চিত্র। ছবি : কালবেলা

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে প্রিজনভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে প্রিজন ভ্যানের উপরে উঠে যায়।

তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক আরও দুটি মামলায় মোহা. আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো আদেশ দেন। মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন বিচারক।

পরে আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দুটি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরের বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন।

অপর মামলার বাদীর নাম আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন। দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন এসআই।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানায় সাবেক এমপি আসাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দুটি মামলা রয়েছে। এই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং আদালতে প্রডিউস করার সময় প্রিজন ভ্যানে উত্তেজিত জনতা আক্রমণ করার চেষ্টা করে। তবে আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স ছিল, কোনো সমস্যা হয়নি। পরে তাকে সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চিন্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষণার পরই কমেছে সোনার দাম

রাবি অ্যালামনাই নির্বাচনের তপশিল না দিলে লংমার্চ করা হবে : ড. হেলাল

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

এনপিসিবিএলের সঙ্গেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার, হাসপাতালে মা 

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা’

১০

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ 

১১

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৩

আন্দোলন সংগ্রাম শেষ, এখন দেশ গড়ার সময় : আমীর খসরু

১৪

মামলা না নেওয়ায় ওসিকে জজকোর্টের পিপির হুমকি

১৫

‘আ.লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়’

১৬

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

১৭

শেখ হাসিনার ফাঁসি চাই কি না, জনগণের কাছে সার্জিসের প্রশ্ন

১৮

কাশ্মীরে হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

১৯

‘কমিউনিটি ফার্মেসি নিয়ে ভাবতে হবে ফার্মাসিস্টদের’

২০
X