শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে কিডনি দিতে চেয়েও টাকার অভাবে পারছেন না মা

সমাজের বিত্তবানদের কাছে সহায়তার হাত পেতেছে অসুস্থ শোভনের পরিবার। ছবি : সংগৃহীত
সমাজের বিত্তবানদের কাছে সহায়তার হাত পেতেছে অসুস্থ শোভনের পরিবার। ছবি : সংগৃহীত

দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কাটছে প্রতিটি মুহূর্ত। চোখের সামনে সন্তানের এই করুণ অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারেননি গর্ভধারিণী মা। সিদ্ধান্ত নিয়েছেন নিজের কিডনি দেবেন আদরের সন্তানকে।

কিন্তু অস্ত্রপচারে যে খরচ, সেটি মেটাবার সামর্থ্য নেই ঋণের জালে জর্জরিত পরিবারটির। চিকিৎসকরা জানিয়েছেন, শিগগিরই অপারেশন করা না গেলে বাঁচানো যাবে না রোগীকে। ভয়াবহ এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার হাত পেতেছে পরিবারটি।

হাসপাতালের বেডে শুয়ে এভাবেই বাঁচার আকুতি জানান শোভন চন্দ্র কুরী। ইচ্ছে ছিল, পড়শোনা শেষ করে বাবার সঙ্গে ধরবেন সংসারের হাল। কিন্তু হাসপাতালের বেডে শুয়ে এভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছেন তিনি।

২৪ বছরের শোভনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মা কিডনি দান করতে চাইলেও টাকার অভাবে সেটিও সম্ভব হচ্ছে না। তাই হাসপাতালের বেডে শুয়েও পরিবার নিয়ে চিন্তিত শোভন। পরিবারকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছেন এমন চিন্তা মাথায় এলেই কান্না করেন তিনি। এমনটাই জানান শোভন চন্দ্র কুরী।

এত প্রতিকূলতার পরও স্বপ্ন দেখেন একদিন সুস্থ হয়ে পরিবারের হাল ধরবেন। তাই সমাজের বিত্তবানদের কিডনি প্রতিস্থাপনের খরচ মেটাতে এগিয়ে আসার আকুতি তার।

লক্ষ্মীপুর পালপাড়ার বাসিন্দা বাবা দীলিপ চন্দ্র কুরীর ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও কয়েক মাস আগেই তা আগুনে পুড়ে গেছে। তারপরও ছেলের চিকিৎসায় গত কয়েক মাসে ব্যয় করেছেন ৮/৯ লাখ টাকা, যার বেশির ভাগই আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ করা। এমন অবস্থায় সহায়-সম্বল হারানোর উপক্রম ৫ সদস্যের এই পরিবারটির। ছেলেকে বাঁচাতে দুটি কিডনিই দিতে প্রস্তুত মা শিল্পী রাণী রায়, কিন্তু টাকার অভাবে তা হচ্ছে না কিছুতেই।

বাবা দীলিপ চন্দ্র বলেন, ছেলের দুটি কিডনিই ড্যামেজ হয়ে গেছে। গত কয়েক মাস ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন ডাক্তার বলেছেন, ছেলেকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতেই হবে। আমার মতো মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। সিকেডি হাসপাতালের সিনিয়র কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শোভন চন্দ্র কুরীকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে।

শোভন চন্দ্র কুরী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তাকে সাহায্য করা যাবে সজল চন্দ্র রায়ের ব্যাংক অ্যাকাউন্টে, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ শাখা, হিসাব নং ৬৪৪১ এবং বিকাশ নম্বর (পারসনাল) ০১৮১৫৭২৫৪০০ এই নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১০

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১১

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৩

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৪

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৬

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৮

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৯

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

২০
X