নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় খাটের ওপর পড়ে ছিল মা-মেয়ের লাশ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রামের নিজ ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুপালী আক্তার (২৭) ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। নিহত রূপা ও মুন উপজেলার চুরাটিয়া গ্রামের মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুপালীর বাবার দাবি, পারিবারিক কলহের জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রুপালীর শ্বশুর বাড়ির লোকজনের দাবি, তারা বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

রুপালীর বাবা আব্দুর রশিদ বলেন, ১০/১২ বছর আগে মেয়েকে বিয়ে দেই। মেয়ের জামাই মোস্তাকিন ফায়ার সার্ভিসে চাকরি করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ বিভাগীয় কন্ট্রোল রুমে কর্মরত। মেয়ের ঘরে দুই নাতনি রয়েছে। বেশ ভালোই চলছিল তাদের সংসার। সম্প্রতি মেয়ের জামাই মোস্তাকিন গ্রামের বাড়িতে তিন কাঠা জমি কিনেন। এই জমি থেকে মৌখিকভাবে মোস্তাকিনের ছোট ভাই হুমায়ুনকে ৪ শতক জমি দেওয়ার পর তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে গত ১৫ দিন আগে ওই কলহের জেরে জামাই মেয়েকে পিটিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এর দু-দিন পর আমি মেয়েকে তার স্বামীর বাড়িতে রেখে আসি। এখন মেয়ে ও নাতিকে মৃত পেলাম।

রুপালীর শাশুড়ি আমেনা খাতুন বলেন, আমার ছেলের বউ প্রতিদিনের মতো তার সাত বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল ৭টা বাজলেও রুপালী ও নাতনিরা ঘুম থেকে উঠছে না কেন এই ভেবে ডাকতে গিয়ে দেখি খাটের ওপর বিছানায় রুপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।

রুপালীর স্বামী মোস্তাকিন তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী-সন্তান বিদ্যুৎস্পর্শে মারা গেছে।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, নিহতদের সুরতহাল রিপোর্র তৈরি করা হয়েছে। গৃহবধূ রুপালীর ডান হাতে আগুনের জ্বলসানো চিহ্ন, দুই পায়ের গোড়ালির ওপরে ও দুই হাতের কব্জির ওপরে কালো দাগ রয়েছে। তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুনের ডান পায়ের গোড়ালি ও দুই হাতের কব্জির ওপরে গোল কালো দাগ দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির : সেলিমুজ্জামান

লালমনিরহাটে দুর্গাপূজার উদ্বোধন করলেন হাঙ্গেরি দূতাবাসের কনসাল 

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগ

তারেক রহমান জানেন কীভাবে মানুষের কাছে যেতে হয় : মোস্তফা জামান

স্থানীয় নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

প্লাস্টিক কারখানাসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

গাজায় যুদ্ধ বন্ধে যে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

১০

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

১১

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

১২

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

১৪

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

১৫

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

১৬

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

১৭

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

১৮

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

১৯

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

২০
X