কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে ফেরিঘাট : বিএনপি নেতা মিল্টন

সন্দ্বীপের ফেরি যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন। ছবি : কালবেলা
সন্দ্বীপের ফেরি যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন। ছবি : কালবেলা

সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে ফেরিঘাট উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেছেন, অনেক জল্পনা-কল্পনা ও নানাবিধ জটিলতা কাটিয়ে অবশেষে সন্দ্বীপের ফেরি যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্দ্বীপ ফেরিঘাটের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ বিগত কয়েক বছরে ফেরিঘাটে নানা দুর্ভোগ এবং হয়রানির শিকার হয়েছেন। আল্লাহর রহমতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের আন্তরিক প্রচেষ্টায় সেই দুর্ভোগের অবসান হতে চলেছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে মানুষ পুরোপুরি ফেরির সুবিধা ভোগ করে গাড়ি নিয়ে চট্টগ্রাম যাতায়াত করতে পারবে ইনশাআল্লাহ।

এর আগে সকাল থেকেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে এসে মানববন্ধন করেন।

তাদের একটাই দাবি, কোনো ষড়যন্ত্র বা চাঁদাবাজি কিংবা অনিয়মের অভিযোগে যাতে সন্দ্বীপবাসীর আজীবনের লালিত স্বপ্নের ফেরিঘাটের নির্মাণ কাজ কোনোমতে ভেস্তে না যায়। অবশেষে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বিআইডব্লিউটিসি-বিআইডব্লিউটিএর প্রতিনিধি ও প্রকৌশলীরা এসে অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলে শত শত মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

অনেকে সেখানে উপস্থিত থেকে একটি ইতিহাসের সাক্ষী হিসেবে নিজেকে গর্বিত মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করে পোস্ট করেন এবং তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. ফাওজুল কবির খানকে পুরো কৃতিত্বের দাবিদার হিসেবে আখ্যায়িত করেন।

পাশাপাশি এ কাজের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক, যোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়কে সমন্বিত সিদ্ধান্তে আসতে তিনি প্রভাবিত করতে পেরেছেন বলে সন্দ্বীপবাসীর ৪ লাখ মানুষের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় উপস্থিত থেকে ঠিকাদারকে ভয়হীন, বাধাহীন ও নির্বিঘ্নে কাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

তিনি বলেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় ফেরিঘাটের অবকাঠামো নির্মাণ কাজের সূচনা করতে পেরেছি। এজন্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খানকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদার, উপজেলা বিএনপির সদস্য জামসেদুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দীন, বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি মোবারক আলম খান, সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজিব, জাতীয়তাবাদী ছাত্রদলের সন্দ্বীপ উপজেলা আহ্বায়ক সুজাউদ্দৌল্ল্যা সজিব, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকশ নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১০

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১১

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১২

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৩

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৪

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৬

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৭

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৯

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

২০
X