নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তিন চোরাকারবারিকে মারধর করে পুলিশে দিল জনতা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাচারকালে জনতার হাতে আটক হয়েছেন তিন চোরাকারবারি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমান। তারা চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য। এর আগে পাচারকারীরা ভারতীয় পণ্য লুকিয়ে ফেলায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কালিস্থান, বুরুঙ্গা, খলচন্দা ও দাওধারাসহ বিভিন্ন সীমান্তপথে ভারতীয় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কসমেটিকস চোরাই পথে আমদানি করছে একটি সংঘবদ্ধ চক্র। নিজস্ব পিকআপ ভ্যানে প্রায় প্রতি রাতেই বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস শেরপুর শহরসহ বিভিন্ন স্থানে পাচার করে চক্রটি। বৃহস্পতিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যানভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চোরাইপণ্য নন্নী বাজার হয়ে বেপরোয়া গতিতে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় নন্নী বাজারে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সন্দেহ হলে পিকআপ ভ্যানটিকে থামতে বলা হয়। কিন্তু পিকআপ ভ্যানটি না থেমে দ্রুত শেরপুরের দিকে চলে যায়।

এদিকে তিনানী বাজারে থাকা কয়েকজন একই পিকআপকে থামতে বললে সেখান থেকেও দ্রুত চলে যায়। একপর্যায়ে শেরপুরের কাছাকাছি বাজিতখিলা এলাকায় যাওয়া মাত্রই সেখানকার লোকজন পিকআপটিকে আটক করে। কিন্তু ততক্ষণে পাচারকারীরা বিষয়টি আঁচ করতে পেরে পথে কোনো বাড়িতে ভারতীয় পণ্যগুলো সরিয়ে ফেলে। এ অবস্থায় মালামালশূন্য পিকআপটি আটকে নন্নী বাজারে আনা হয়।

এদিকে পিকআপ ভ্যান আটকা পড়েছে খবরে পাচারকারী সিন্ডিকেটের পাঁচ সদস্য নন্নী বাজারে আসে। এ সময় দুজন পালিয়ে গেলেও পশ্চিম সমশ্চুরা গ্রামের সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমানকে আটকে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে অবৈধ কোনো পণ্য না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম বলেন, যেহেতু তাদের কাছ থেকে কোনো ধরনের ভারতীয় পণ্য পাওয়া যায়নি, তাই আটকের পর মুচলেকা দিয়ে ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিটিওকে সাক্ষাৎকার / বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

১৬ ফুটের এই দুর্গা প্রতিমা নজর কাড়ছে সবার

কোষ্ঠকাঠিন্য দূর করার সহজ ৬ উপায়

মৃৎশিল্পে অবদানে সম্মাননা পেলেন ১২ শিল্পী

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

কাতারকে ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক ইসরায়েল

সাপ্লাই চেইন বিভাগে চাকরি দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল

১০

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১১

৩০ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

সেভেন রিংস সিমেন্টের ‘জেনে গড়ি, নিজের বাড়ি’ শীর্ষক সম্মেলন

১৩

ওসমানী হাসপাতালে ট্যাংকির ঢালাই ভেঙে কর্মী নিহত

১৪

জামিন পেলেন বাসদের সেই দুই নেতা

১৫

ঢাকা বিভাগেই থাকতে চান শরীয়তপুরবাসী

১৬

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির : সেলিমুজ্জামান

১৭

লালমনিরহাটে দুর্গাপূজার উদ্বোধন করলেন হাঙ্গেরি দূতাবাসের কনসাল 

১৮

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উদযাপন

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

২০
X