ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সংসারের হাল ধরা হোসাইনকে কেড়ে নিল ওরা

ফরিদপুরের লক্ষ্মীপুরের একটি মহিলা মাদ্রাসার পাশ থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
ফরিদপুরের লক্ষ্মীপুরের একটি মহিলা মাদ্রাসার পাশ থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুর শহরে হোসাইন ব্যাপারী (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরের একটি মহিলা মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হোসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার মায়ের নাম শেফালী বেগম। এক সপ্তাহের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে তাদের পরিবারে আহাজারি যেন থামছেই না।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিকশা নিয়ে সবশেষ বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এলাকায় মাইকিংও করা হয়। এরপর শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়। দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় হোসাইনকে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সারা রাত খুঁজতে থাকেন। শুক্রবার সকালে লাশ পড়ে থাকার খবর পান। পরে লাশটি হোসাইনের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

হত্যার বিচারের দাবি জানিয়ে হোসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান কালবেলাকে বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হোসাইন। বড় বোনগুলোর বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে ওর বাবা স্ট্রোক করে মারা যাওয়ার পর থেকে রিকশা চালিয়েই আয় করত। উপার্জনের অবলম্বন হিসেবে হোসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়স্বজনরা। এখন ওর মাকে কে দেখবে? আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শৈলেন চাকমা কালবেলাকে বলেন, ‘স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় রশি পেঁচানো ছিল। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১১

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১২

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৩

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৪

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৫

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৬

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৭

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৮

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

২০
X