মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কথা কাটাকাটির জেরে হামলায় যুবদল কর্মী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে শিল্প ও বাণিজ্য মেলা এলাকায় দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই পৌর সদর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম জাহেদ হোসেন মুন্না (২০)। তিনি মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসার সঙ্গে জড়িত। আহতরা হলেন- মো. শাকিল (১৮), রাহাত হোসেন (১৬), হৃদয় (২৭) ও হাসান (২৮)।

আহত শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদের অনুসারীদের হামলায় কামরুলের এক কর্মী আহত হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদের বাড়িতে এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়।

এসময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা যুবদল কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী মুন্না নিহত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত মুন্না দলের নিবেদিত কর্মী ছিল।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় জামশেদ আলম বলেন, জাহিদ হোসেন মুন্নাকে হাসপাতালে আনার আগে মারা গেছে। এই ঘটনায় মো. শাকিল, রাহাত হোসেন ও হৃদয় নামে তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার কালবেলাকে বলেন, মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মিরসরাই স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে বিচ্ছিন্নভাবে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১০

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১১

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১২

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৩

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৪

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৭

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৮

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৯

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

২০
X