মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কথা কাটাকাটির জেরে হামলায় যুবদল কর্মী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে শিল্প ও বাণিজ্য মেলা এলাকায় দুই গ্রুপের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই পৌর সদর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম জাহেদ হোসেন মুন্না (২০)। তিনি মিরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসার সঙ্গে জড়িত। আহতরা হলেন- মো. শাকিল (১৮), রাহাত হোসেন (১৬), হৃদয় (২৭) ও হাসান (২৮)।

আহত শাকিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদের অনুসারীদের হামলায় কামরুলের এক কর্মী আহত হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদের বাড়িতে এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়।

এসময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা যুবদল কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী মুন্না নিহত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত মুন্না দলের নিবেদিত কর্মী ছিল।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় জামশেদ আলম বলেন, জাহিদ হোসেন মুন্নাকে হাসপাতালে আনার আগে মারা গেছে। এই ঘটনায় মো. শাকিল, রাহাত হোসেন ও হৃদয় নামে তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার কালবেলাকে বলেন, মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মিরসরাই স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে বিচ্ছিন্নভাবে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১০

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১১

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১২

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৩

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৫

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৬

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৭

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৮

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৯

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

২০
X