পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীর গায়েবানা জানাজা

পেকুয়ায় পুলিশের ওপর হামলায় ২ মামলা, আসামি আড়াই হাজার 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে পৃথক মামলা দুটি দায়ের করেন। যার মামলা নং-০৭/২৩ ও ০৮/২৩। মামলায় এজাহারনামীয় ১৫১ জন ও অজ্ঞাত ১০০০/১১০০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার মামলা রেকর্ড করার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সহিংসতা এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেলে সাঈদীর গায়েবানা জানাজা হয় বারবাকিয়া বাজারে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ সেখানে অবস্থান নেয়। জানাজা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় পুলিশের ওপর হামলা। এ সময় আমিসহ ২০ জন পুলিশ সদস্য আহত হন। মামলার এজহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

থানা সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করে ১০০০-১১০০ লোকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপরদিকে একই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনেও একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ১৫১ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০০-১১০০ জনকে আসামি করা হয়েছে। তবে, বুধবার সন্ধ্যা পর্যন্ত পেকুয়া থানা পুলিশ এজাহারনামীয় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার বাদী ও পেকুয়া থানার এসআই মো. মুফিজুল ইসলাম জানিয়েছেন, গতকাল বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে টহলে থাকা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশের ২০ জন সদস্য আহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট বিকেলে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পেকুয়া থানা পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে পেকুয়া থানার ওসিসহ পুলিশের ২০ সদস্য আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

জুমার দিন মসজিদে গিয়ে ভুলেও যে ২ কাজ করবেন না

পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের

আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা, আহত ১০

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

১০

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

১১

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

১২

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

১৩

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

১৪

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

১৫

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

১৬

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

১৭

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

১৮

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

১৯

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

২০
X