লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সদর (পূর্ব) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এদিকে সন্ধ্যায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মিরিকপুর বাজারে শনিবার (১৮ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ারের নেতৃত্বে যুবদল নেতা জাকিরের ওপর হামলা চালানো হয়। এ সময় কুপিয়ে তার পিঠে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাকির সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও বাঙ্গাখাঁ গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার করা নিয়ে যুবদল নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার, কবির হোসেন ও কৃষক দল নেতা মিঠুর মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে আনোয়ারের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ হয়নি।

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরফ মাহমুদ কাজল জানিয়েছেন, যুবদল নেতা জাকিরের ওপর হামলার ঘটনায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন কালবেলাকে বলেন, জাকিরের ওপর হামলা ঘটনাটি শুনেছি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ কালবেলাকে বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

১০

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

১১

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

১২

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

১৩

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

১৪

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

১৫

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

১৬

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

১৮

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১৯

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

২০
X