লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সদর (পূর্ব) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এদিকে সন্ধ্যায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মিরিকপুর বাজারে শনিবার (১৮ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ারের নেতৃত্বে যুবদল নেতা জাকিরের ওপর হামলা চালানো হয়। এ সময় কুপিয়ে তার পিঠে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাকির সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও বাঙ্গাখাঁ গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার করা নিয়ে যুবদল নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার, কবির হোসেন ও কৃষক দল নেতা মিঠুর মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে আনোয়ারের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও ফোন রিসিভ হয়নি।

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরফ মাহমুদ কাজল জানিয়েছেন, যুবদল নেতা জাকিরের ওপর হামলার ঘটনায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন কালবেলাকে বলেন, জাকিরের ওপর হামলা ঘটনাটি শুনেছি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ কালবেলাকে বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, আমাদের কাছে মুখ্য বাংলাদেশের মানুষ : তারেক রহমান

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সতর্কবার্তা ইসি সানাউল্লাহর

বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার

দারাজে শুরু হচ্ছে “২.২ গ্র্যান্ড রমজান বাজার”, ফ্ল্যাশ সেল ৮০% ছাড়

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

আল্লাহ আমাকে সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন: শবনম ফারিয়া

তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট

শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশ

নতুন খবর দিল পাকিস্তান

সিরাজগঞ্জের জনসভার মঞ্চে তারেক রহমান

১০

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

১১

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই ড্রোন ব্যবহার করুন

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইরান : আরাগচি

১৩

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

১৪

‘ইত্যাদি’ এবার ভোলায়

১৫

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

১৬

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

১৭

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

১৮

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

১৯

সংসদ নির্বাচন / রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

২০
X