খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০১:০৬ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

যুবদল নেতা মানিকের মরদেহ। ছবি : কালবেলা
যুবদল নেতা মানিকের মরদেহ। ছবি : কালবেলা

খুলনায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানিক হাওলাদার নামে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনছুর হাওলাদারের ছেলে। তিনি খুলনা নগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ওএমএস এর চাল বিতরণে লাইন দেওয়াকে কেন্দ্র করে তুলি নামে এক নারীর সঙ্গে মানিকের তর্ক হয়। তুলি বাড়িতে এসে ভাই মানিক ও সাজ্জাদসহ কয়েকজনকে নিয়ে মানিকের ওপর হামলা চালায়। এতে মানিকের বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই খুমেক হাসপাতালেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মেহেদীর ঘরে হামলা চালায় এবং কয়েকটি ফার্নিচারে আগুন লাগিয়ে দেয়।

মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পাশে মানিকের বাড়িতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে গিয়ে দেখা যায় মানিকের ৪ বছরের ছেলে ওসমান ভয়ে থরথর করে কাঁপছে। মানিকের স্ত্রী পারভীনা বেগম ও তার ১০ বছরের মেয়ে মরিয়ম কিছুক্ষণ পরপর হাউমাউ করে কেঁদে উঠছেন।

প্রতিবেশীরা জানায়, এই নাবালক বাচ্চা দুইটার সামনেই মানিককে হত্যা করল। বাবাকে কারা কীভাবে মেরেছে জিজ্ঞাসা করতে ৪ বছরের নাবালক শিশু অকপটে বলছে, ‘আমার আব্বাকে বুকে চাকু মারছে, আমার আব্বা মরে গেছে।’ তবে কিছুটা বুঝতে পেরে ১০ বছরের মেয়ে মরিয়ম বারবার বলে উঠছে, আমার চোখের সামনে চাকু দিয়ে আমার আব্বাকে মেরে ফেলেছে ।

মানিকের স্ত্রী পারভীনা বেগম বলেন, আমার পা কেটে যাওয়ায় টিসিবির চাল ওঠাতে যেতে পারিনি আমি। আমার স্বামী (মানিক) গিয়েছিল ট্রাকের কাছে। সেখানে আমার স্বামীর সঙ্গে কথাকাটাকাটি করে তুলি। এরপর সেখানেই হামলা করে তুলি তার সঙ্গে থাকা কয়েকজন । আমার স্বামী চাল নিয়ে বাসায় এলে তাকে তুলি ও তার ভাই মেহেদী এবং সাজ্জাদ ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে।

জানা যায়, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী ও সাজ্জাদ। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য করে এই ঘাট এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেট পরিচালনা করত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে কয়েকদিন আত্মগোপনে থাকলেও এক নেতার ছত্রছায়ায় এলাকায় এসে আগের থেকে আরও বেপরোয়া হয় মেহেদী ও সাজ্জাদ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব কালবেলাকে বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ৭ খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

দেশের আসার তারিখ জানালেন তারেক রহমান

ব্যালন ডি’অরের পর ফিফা ‘দ্য বেস্ট’ও জিতলেন ডেম্বেলে

ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না : নাহিদ

বিজয় দিবসে ‘গুণীজন সম্মাননা’ পেলেন ইকবাল মান্দ বানু

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩ অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের

হাদিকে গুলি / সেই মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির

কারাগারে ফুটবল খেলা, বন্দিদের কাছে কর্তৃপক্ষের হার

জামায়াতের এক নেতা বহিষ্কার

১০

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

১১

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ কর্মী আটক

১২

ইডেনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও জার্নালের মোড়ক উন্মোচন

১৩

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন

১৪

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

১৫

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

১৭

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা

১৮

‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’

১৯

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

২০
X