রাজবাড়ীতে সাপের কামড়ে শেফা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সাপে কামড়ানোর পর তাৎক্ষণিক তাকে হাসপাতালে না নিয়ে দুই ঘণ্টা স্থানীয় এক কৃষককে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শেফা খাতুন (১৫) ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। সে উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর আলী মর্জি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।
শেফার স্বজনরা জানান, গতকাল বিকেল ৫টার দিকে শেফা বাড়ির সামনের শৌচাগারে যায়। সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় একটি সাপ তাকে কামড় দেয়।
এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক শেফার মৃত্যু হয়েছে বলে জানান।
এ নিয়ে এলাকায় আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছেন। সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে শেফাকে বাঁচানো যেত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
ঘটনাটি নিশ্চিত করে বসন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাপে কামড় দেওয়ার পর স্থানীয় কৃষক পান্না দুই ঘণ্টা মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। পরিবারের সদস্যরা ভুল করেছেন। এ ঝাড়ফুঁকই মেয়েটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।’
মন্তব্য করুন