রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
রেলওয়ে কানিং স্টাফ ঐক্য পরিষদ

কর্মবিরতির পর এবার ট্রেন ধর্মঘটের হুঁশিয়ারি

কর্মসূচি ঘোষণা করছেন রেলওয়ে কানিং স্টাফ ঐক্য পরিষদের আন্দোলনরত এক কর্মকর্তা। ছবি : কালবেলা
কর্মসূচি ঘোষণা করছেন রেলওয়ে কানিং স্টাফ ঐক্য পরিষদের আন্দোলনরত এক কর্মকর্তা। ছবি : কালবেলা

রেলওয়ের লোকোমাস্টার, ট্রেনচালক, গার্ড, টিটিইসহ রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক দাবি করে স্পষ্ট আদেশ জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে রাজশাহীতে রেলওয়ে কানিং স্টাফ ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজশাহী রেলস্টেশনে এসব কর্মসূচি পালন করেন তারা।

এসময় আগামী ২৭ আগস্টের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ২৮ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দেন তারা।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের এ প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে বারবার তাদের আশ্বাস দেওয়া হলেও এর প্রতিফলন হয়নি। সারা দেশে এমন রানিং স্টাফ রয়েছেন প্রায় চার হাজার। সারা দেশের সবাই এ আন্দোলনে শামিল হয়েছেন।

রাজশাহী রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রানিং স্টাফ ঐক্য পরিষদের সমন্বয়ক মুজিবুর রহমান।

পরে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছে গিয়ে দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করেন। দাবি আদায় না হলে আগামী দিনে আবারও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানিং স্টাফ ঐক্য পরিষদের পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক বি এম শহিদুল আলম রানা, গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন, টিটিই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ বাবু, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম শাহেদ আলী প্রমুখ।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, তারা এই পেনশনটি আগে থেকেই পেয়ে আসছিল। ফলে তাদের আন্দোলন যৌক্তিক। আমি তাদের দাবি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১০

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৩

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৪

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৬

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৮

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

১৯

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

২০
X