চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গুজবে নোয়াখালীতে আ.লীগের শোডাউন, ২ নেতা আটক

ইব্রাহিম খলিল রাসেল ও গোলাম কিবরিয়া লিটন। ছবি : সংগৃহীত
ইব্রাহিম খলিল রাসেল ও গোলাম কিবরিয়া লিটন। ছবি : সংগৃহীত

সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সরকারের পদত্যাগের গুজব দেখে নোয়াখালীতে শোডাউন করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোডাউন শেষে সেখান থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০/৩৫ জন নেতাকর্মী। শোডাউনের খবর আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও বাজারে যায়। বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার আগেই ঘটনাস্থল ত্যাগ করে আওয়ামী লীনের নেতাকর্মীরা। পরে বাজার থেকে আওয়ামী লীগের দুজন নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমীনের সন্তান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের সন্তান ও ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া লিটন (৪৫)।

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল কালবেলাকে বলেন, আটককৃতরা দুজন আমার সঙ্গে বসে কথা বলছিলেন। পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। এ সময় তাদের আটক করা হয়। তারা কোনো শোডাউনে ছিলেন না। তাদের একজন পারিবারিক কাজে একদিন আগে চট্টগ্রাম থেকে এসেছেন। আরেকজন বাজারের ব্যবসায়ী।

সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আজিম মিজি নামের স্থানীয় এক যুবলীগ নেতা লেখেন, আপনারা গুজব ছড়ান। দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন, কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে? তারা আপনাদের কাছে কী চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত, তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ-পদবি পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ উপজেলার বানসা বাজার থেকে দুজনকে আটক করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় পূর্বের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞেসাবাদ ও তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

ভারত-বাংলাদেশ নারী সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

ঢাবির জসীম উদ্দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১০

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

১১

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

১২

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১৩

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১৪

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

১৫

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

১৬

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৭

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

১৮

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

১৯

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

২০
X