হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তাফসিরে ফাউজুল আজিজের প্রকাশনা মোড়ক উন্মোচন

‘তাফসিরে ফাউজুল আজিজ’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ছবি : কালবেলা
‘তাফসিরে ফাউজুল আজিজ’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল আলহাজ আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরীর (রহ.) লিখিত কিতাব ‘তাফসিরে ফাউজুল আজিজ’ এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ, আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার সভাপতি, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার পীরে তরিকত হযরতুল আলহাজ আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্-কাদেরী (মা জি আ)।

এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম, উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মুহাম্মদ শহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এমএ অদুদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আহসান উল্লাহ আহসান সাঈদ।

এ সময় বক্তারা বলেন, আল্লামা কাদেরির লিখিত তাফসিরে ফাউজুল আজিজ গ্রন্থের অন্যতম ও ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি শব্দের অনুবাদ ও শাব্দিক তাহকীক তথা বিশ্লেষণ, নাহু ও ছরফি কায়দা ও নিয়মনীতির উপস্থাপন। এ ছাড়া উল্লেখযোগ্য আয়াতের তারকিব, প্রতিটি আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট ও শানে নুজুল, আয়াতের অর্থ ও তাফসির তথা ব্যাখ্যা-বিশ্লেষণ, পূর্ববর্তী আয়াত ও সুরার যোগসূত্র, কোন সুরায় কতটি রুকু, আয়াত, শব্দ ও অক্ষর রয়েছে তার বর্ণনা।

তারা আরও বলেন, তাওহিদ ও রিসালাতের হৃদয়গ্রাহী আলোচনা, আহলে সুন্নাতের আকাইদের অকাট্য প্রমাণাদি সহকারে বর্ণনা, বাতিল দল-উপদলগুলোর উৎস নির্ণয়পূর্বক তাদের স্বরূপ উন্মোচন ও খণ্ডন, আয়াতগুলোর সংশ্লিষ্ট ফিকহভিত্তিক মাসয়ালা-মাসায়েলের সুস্পষ্ট বিবরণ, সর্বোপরি নির্ভরযোগ্য তাফসির গ্রন্থাবলি ও নির্ভরযোগ্য কিতাবাদির জরুরি উদ্ধৃতি।

এ কিতাবে আরও রয়েছে- মানুষের ইমান আকিদা ও তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং তাদের অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক পর্যন্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে পবিত্র কোরআন ও এর গ্রহণযোগ্য তাফসিরের আলোকে নির্ভুল দিক - নির্দেশনা। মোটকথা, মানুষের ইহ ও পরকালীন সাফল্য অর্জনের ক্ষেত্রে এ মহান গ্রন্থ এক সমুজ্জ্বল আলোকবর্তিকা।

এ ছাড়াও কিতাবের শেষাংশে সম্পূরক হিসেবে একটি স্বতন্ত্র পরিচ্ছেদ তাকমেলা তথা পরিপূর্ণ ও পরিশিষ্ট অধ্যায় সংযোজন করেছেন। এতে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ মাসায়েল সমূহ দলিল সহকারে বর্ণনা করেছেন। বর্তমান যে বিষয়গুলির ওপর মতানৈক্যের তুফান চলছে, সংক্ষেপ ও সহজ করে সেগুলোর সমাধান দিয়েছেন। তিনি শরয়ী ইখতিয়ার প্রদানের বর্ণনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের ওপর তাত্ত্বিক আলোচনার মাধ্যমে কিতাবের সমাপ্তি করেন। যা সাধারণত অপরাপর কিতাব সমূহে পরিলক্ষিত হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়

মায়ের স্বর্ণের হার বন্ধুদের ভাগ করে দিল ছেলে

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

মধ্যরাতে আগুনে পুড়ল ৫ গরু, সর্বস্বান্ত খামারি

৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড, কেন এগুলো ঝুঁকিপূর্ণ

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, জায়গা পাননি সাকিব

জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

১০

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি, জানা গেল জরিপে

১১

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

১২

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

১৩

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

১৪

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৫

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

১৬

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

১৭

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

১৮

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

১৯

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

২০
X