

লালমনিরহাটের হাতীবান্ধায় ফাহিম শাহরিয়ার খান জিহান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খানের ছেলে।
জানা গেছে, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়৷
মন্তব্য করুন