দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক ঝরলো দুই মোটরসাইকেল আরোহী প্রাণ।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে দিনাজপুর- ঘোড়াঘাট মহাসড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা পলাশবাড়ীর জাইতর গ্রামের আশরাফুল ইসলাম (৪৩) ও একই উপজেলার গণকপাড়া খাদেমুল ইসলাম (৩২)।
এদিকে স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। আটককৃতরা হলেন পিকআপ চালক রাজবাড়ি পাংশার সমসপুরের সুমন(৩২) এবং একই জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা আমিরুল ইসলাম(৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কে ছিটকে পড়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত অপরজন চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান। নিহত দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক পিকআপটি জব্দ করেছে থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, চালক ও তার সহোযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলার রুজু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় সুরতল শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালক ও তার সহোযোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন