বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে হবিগঞ্জে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।
আজ শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এ কর্মসূচি পালনে দলটির স্থানীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে সদর থানার ওসি অজয় চন্দ্রও আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন নেতাকর্মীরা। টিয়ার শেল ছুড়ছে পুলিশ। চলছে পাল্টাপাল্টি ধাওয়া।
মন্তব্য করুন