টঙ্গি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের দায়িত্ব ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া : ডা. তাহের

টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা
টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের দায়িত্ব ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। তাই শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না বরং দ্বীনের দাওয়াতি কাজের সঙ্গেও যুক্ত হতে হবে। ইসলামী আন্দোলনের প্রকৃত শিক্ষাগ্রহণ করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দ্বীনের খেদমত ও সমাজ পরিবর্তনের জন্য প্রতিষ্ঠিত একটি আদর্শ প্রতিষ্ঠান। এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। ভবিষ্যতে এখান থেকেই হজরত আবু বকরের (রা.) মতো সৎ নেতৃত্ব বের হবে, যারা ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী বলেন, জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারী আমলারা বহাল রয়েছেন, যার কারণে শিক্ষার্থীরা এখনো তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের সব ষড়যন্ত্রের বাঁধ ভেঙে রাষ্ট্র সংস্কারের জন্য তা’মীরুল মিল্লাতের ১৪ হাজার শিক্ষার্থীর শপথ নিতে হবে।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের জন্য নয়, বরং সমাজ পরিবর্তনের জন্য গড়ে উঠেছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে।

জমকালো এ আয়োজনে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন। মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হিফজুর রহমানের সভাপতিত্বে ও ড. সালমান ফার্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী, মাদ্রাসার শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইসহাক আলী, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি মুহাম্মদ ইকবাল কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির মো. আনোয়ার হোসেন ভূইয়া, সাবেক আমির নেয়ামত উল্লাহ শাকের, মাদ্রাসার হোস্টেল সুপার ড. মোয়াজ্জেম হোসেন আল আজহারী।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত চলবে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র নয়, বরং আদর্শ নাগরিক হিসেবেও গড়ে উঠুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

বিশ্বযুদ্ধের জন্য ক্ষমা চাওয়া জাপানের সেই সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

দেশে চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

কম তেলে সহজ এবং স্বাস্থ্যকর রান্না করবেন যেসব উপায়ে

১০

হাওরের ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল

১১

মাদারীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বয়স বাড়লে কি মা হওয়ার ঝুঁকি বাড়ে? জানুন ডাক্তারদের ভাষায়

১৩

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি

১৪

ফের লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

ত্রিপুরার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

১৬

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে’

১৭

স্বপ্নের নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

১৮

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

১৯

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আবেদন

২০
X