কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শস্যচিত্রে শহীদ আবু সাঈদ

গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধান গাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধান গাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধান গাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতে সবুজ ও বেগুনি রঙের ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা শহীদ আবু সাঈদের অবয়ব চিত্র দেখে অনেক‌ পথচারী থমকে যান। শিল্পীমনা কৃষক মো. এনামুল হকের ব্যাতিক্রমী উদ্যোগ নজর কেটেছে স্থানীয়দের।

উপজেলার টেংরা বাজার পার হলেই বেকাসাহারা গ্রামে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের ক্ষেতে সড়ক থেকে বিস্তীর্ণ মাঠে তাকালে চোখ জুড়িয়ে যায়। সবুজ ধানের জমিতে যেন দুহাত প্রসারিত করে বিভিন্ন দাবি ও অন্যায়ের বিরুদ্ধে বুকে বুলেট পেতে নেওয়া শহীদ সাঈদের দৃশ্য সবুজ ও বেগুনি ধানের ক্ষেতে দেখতে পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে উপভোগ করেন বিভিন্ন দর্শনাথীরা।

শস্যচিত্রটি নির্মাণ করেছেন মো. এনামুল হক (৪১)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা শ্রামের বাসিন্দা। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী এনামুল একই গ্রামের আবদুল আউয়ালের ছেলে। গত বছর একই জমিতে শস্যচিত্রে ‘জাতীয় পতাকা’ ও এর আগে ২০২২ সালে ‘মা’ শব্দটি ফুটিয়ে তিনি বেশ আলোচনায় আসেন। এনামুলের বাবা মারা গেছেন। মা জোহরা বেগম (৬৫) ও দুই ছেলেমেয়ে নিয়ে তার সংসার। তার শস্যচিত্র দেখতে অনেকেই ভিড় করছেন, প্রশংসাও করছেন কেউ কেউ।

শস্যচিত্রের নির্মাতা এনামুল হক বলেন, ২০২১ সালে প্রথম তার এক বিঘা জমিতে বেগুনি ধান রোপণ করেন। পরের বছর মাকে ভালোবেসে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেন। সেই চিন্তা থেকে এক বিঘা জমিতে বাংলায় ‘মা’ শব্দটি শস্যচিত্রে রূপ দেন। তখন তার মা অনেক খুশি হয়েছিলেন। অনেক দর্শনার্থী সেই শস্যচিত্র দেখে প্রশংসা করেছিলেন। সেই উৎসাহ থেকে পরের বছর জাতীয় পতাকার শস্যচিত্র তৈরি করেন, আর এবার আকেন শহীদ আবু সাঈদের প্রতিকৃতি।

এনামুল হক বলেন, প্রথমে সুতা দিয়ে আবু সাঈদের অববয় তৈরি করেন। পরে সেই গঠন অনুযায়ী, রোপণ করেন দুই জাতের ধান গাছ। তার সঙ্গে ধান রোপণে সহযোগিতা করেছেন আরও কয়েকজন। শহীদ আবু সাইদের উৎসর্গ স্মরণীয় করতেই তিনি এবার শষ্যচিত্রে তা ফুটিয়ে তুলেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক থেকে আবু সাঈদের ছবি তুলছিলেন মো. মিজানুর রহমান নামের এক পথচারী। তিনি বলেন, বন্ধুর কাছে খবর পেয়ে শস্যচিত্র দেখতে এসেছি। আমার সঙ্গে আরও অনেকেই এসেছে। চমৎকার উদ্যোগ নিয়েছেন এনামুল হক।

সন্তানের এমন উদ্যোগের বিষয়ে এনামুল হকের মা জোহরা বেগম বলেন, আমার ছেলে শখ করে এগুলো করেছে। মা হিসেবে বিষয়গুলো আমার ভালো লাগে। খারাপ তো কিছু করছে না। মানুষ তার প্রশংসা করে। আমিও তাকে উৎসাহ দিই।

এ উদ্যোগ সম্পর্কে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষক এনামুল হকের শষ্যচিত্রের কথা শুনেছি। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, সৃজনশীলতারও একটি ক্ষেত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

রাকুলের সতর্কবার্তা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১০

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১১

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

১২

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যাবে

১৩

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৪

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

১৫

গায়েহলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

১৬

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

‘পরিমার্জিত’ শান্তি পরিকল্পনায় একমত যুক্তরাষ্ট্র-ইউক্রেন 

২০
X