রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে মেডিকেল ও ম্যাটস শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন রংপুরের চারটি সরকারি ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও চার দফার ম্যাটসের শিক্ষার্থীরা। এ সময় তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক এবং চার দফা দাবি আদায়ে বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ দফা দাবিতে দেওয়া স্মারকলিপির ফলোআপ জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ম্যাটসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিলা স্কুলের মোড় থেকে প্রেস ক্লাব চত্বরের দিকে যাওয়ার খবর পেয়ে তারা রাস্তায় নেমে আসেন। এ সময় ৫০ গজের মধ্যে রাস্তায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেন। এ সময় মাঝখানে পুলিশ শক্ত অবস্থান নেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। আধঘন্টা চেষ্টার পরে পুলিশ ম্যাটস শিক্ষার্থীদের অন্য রাস্তা দিয়ে প্রেস ক্লাবের দিকে ঘুরিয়ে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রেস ক্লাবের সামনে দুই পক্ষ অবস্থান নিয়েছেন।

ক্ষোভ জানিয়ে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক আবু রায়হান বলেন, ম্যাটস শিক্ষার্থীরা ৪ বছরের একটা ডিপ্লোমা কোর্স করে ডাক্তার হতে চায়। এ কারণে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। অ্যান্টিবায়োটিক কাজ করছে না। মেডেকেলে শিক্ষার্থীরা ৫ বছর পরে ইন্টার্ন করে চিকিৎসক হয়, আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎসক হতে চায়। এটা অনৈতিক ও অযৌক্তিক।

মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন নিয়ে ক্ষোভ জানান ম্যাটস শিক্ষার্থী। রংপুর প্রাইম ম্যাটসের শিক্ষার্থী ইমন ইসলাম বলেন, তারা আমাদের বিপক্ষে নেমেছে। ৪ বছর ৬ মাসের ডিপ্লোমা কোর্সকে ৬ মাস মেয়াদি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আমাদের দাবিতে অনড় থাকব।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার বলেন, মুখোমুখি অবস্থান থেকে দুই পক্ষকে সরানো হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের আলম

সুরক্ষা ছাড়াই দেয়াল বেয়ে ১০১ তলা ভবনের চূড়ায় পর্বতারোহী

বিশ্বকাপে দেশকে মিস করব : মিশা সওদাগর

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছোটবেলায় দেখেছি: অনন্ত জলিল

ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

১০

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

১১

একই আর্টিস্ট ও কম বাজেটে সিনেমা হবে না : অনন্ত জলিল

১২

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

১৩

দেশের সব হাসপাতালকে জরুরি নির্দেশনা

১৪

একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান

১৫

স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

১৬

জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মঞ্জু

১৭

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

১৮

অবশেষে মুখ খুললেন আমিনুল ইসলাম বুলবুল

১৯

হেনস্তার শিকার হয়ে থানায় গেলেন মিমি চক্রবর্তী

২০
X