রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে মেডিকেল ও ম্যাটস শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন রংপুরের চারটি সরকারি ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও চার দফার ম্যাটসের শিক্ষার্থীরা। এ সময় তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক এবং চার দফা দাবি আদায়ে বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ দফা দাবিতে দেওয়া স্মারকলিপির ফলোআপ জানতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ম্যাটসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিলা স্কুলের মোড় থেকে প্রেস ক্লাব চত্বরের দিকে যাওয়ার খবর পেয়ে তারা রাস্তায় নেমে আসেন। এ সময় ৫০ গজের মধ্যে রাস্তায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেন। এ সময় মাঝখানে পুলিশ শক্ত অবস্থান নেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। আধঘন্টা চেষ্টার পরে পুলিশ ম্যাটস শিক্ষার্থীদের অন্য রাস্তা দিয়ে প্রেস ক্লাবের দিকে ঘুরিয়ে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রেস ক্লাবের সামনে দুই পক্ষ অবস্থান নিয়েছেন।

ক্ষোভ জানিয়ে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক আবু রায়হান বলেন, ম্যাটস শিক্ষার্থীরা ৪ বছরের একটা ডিপ্লোমা কোর্স করে ডাক্তার হতে চায়। এ কারণে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। অ্যান্টিবায়োটিক কাজ করছে না। মেডেকেলে শিক্ষার্থীরা ৫ বছর পরে ইন্টার্ন করে চিকিৎসক হয়, আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎসক হতে চায়। এটা অনৈতিক ও অযৌক্তিক।

মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন নিয়ে ক্ষোভ জানান ম্যাটস শিক্ষার্থী। রংপুর প্রাইম ম্যাটসের শিক্ষার্থী ইমন ইসলাম বলেন, তারা আমাদের বিপক্ষে নেমেছে। ৪ বছর ৬ মাসের ডিপ্লোমা কোর্সকে ৬ মাস মেয়াদি বলে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা আমাদের দাবিতে অনড় থাকব।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সার বলেন, মুখোমুখি অবস্থান থেকে দুই পক্ষকে সরানো হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় : মোশাররফ

এখনো বাকি জকসুর ৩৫ কেন্দ্রের ফল

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে সড়কে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন ঘোষণা ট্রাম্পের

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

১০

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

১১

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

১২

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

১৩

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

১৪

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

১৫

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

১৬

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১৭

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

১৮

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১৯

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

২০
X