শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের হাতুড়ি পেটা ও হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা

শরীয়তপুরে সমকালের সাংবাদিকসহ চার সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের এক সংবাদের জেরে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজনসহ আরও তিনজন।

হামলাকারীরা তাদের হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন শরীয়তপুর জেলা সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে নিউজ টুয়েন্টিফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ এবং বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) কয়েকজনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সোমবার দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি পাঁচ আসামিকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ির আঘাতে আমার দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শ্রবণে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১০

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১১

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১২

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৩

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৪

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৫

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৬

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৭

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৮

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

২০
X