শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের হাতুড়ি পেটা ও হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখ। ছবি : কালবেলা

শরীয়তপুরে সমকালের সাংবাদিকসহ চার সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের এক সংবাদের জেরে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজনসহ আরও তিনজন।

হামলাকারীরা তাদের হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন শরীয়তপুর জেলা সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে নিউজ টুয়েন্টিফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ এবং বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) কয়েকজনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সোমবার দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি পাঁচ আসামিকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ির আঘাতে আমার দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শ্রবণে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি : পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১০

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

১১

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১২

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১৩

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

১৪

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

১৫

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১৬

যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা / ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

১৭

ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ 

১৮

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

১৯

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

২০
X