কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করল প্রশাসন

সরকারি রাস্তা উদ্ধার করে গেইট খুলে দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
সরকারি রাস্তা উদ্ধার করে গেইট খুলে দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগ নেতা আজমল আল শাহ সেন্টুর দখল থেকে দীর্ঘ এক যুগ পর সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকায় ওই রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন চলাচল করছেন।

জানা যায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার-ভাটেরা-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে পশ্চিমমুখী সিংগুর গ্রিজিং, নয়াবাগান ও সিংগুর পুঞ্জির লোকদের যাতায়াতের সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখেন বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল আলী শাহের ছেলে ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু। ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের প্রভাব খাটিয়ে নিজের বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন এবং রাস্তার শুরুর অংশে গেইট তালাবদ্ধ করে রাখেন যাতে কেউ প্রবেশ করতে না পারে। যার কারণে এলাকার সাধারণ লোকজন বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতেন। স্থানীয় এলাকাবাসী একাধিকবার আপত্তি করলেও আজমল আলী সেন্টু কোনো কর্ণপাত না করায় আওয়ামী লীগের প্রভাব খাটানোর কারণে রাস্তাটি উন্মুক্ত করা যায়নি।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে স্থানীয় লোকজন সরকারি রাস্তা দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সম্প্রতি রাস্তাটি পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সরেজমিনে এলাকায় গিয়ে যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুর কবল থেকে সরকারি রাস্তাটি উন্মুক্ত করে দেন।

যুবলীগ নেতা আজমল আল শাহ সেন্টু বলেন, রাস্তাটি ৪০-৫০ বছরের পুরোনো এটা সত্য। এলাকার লোকদের চলাচলের সুবিধার্থে বিকল্প একটি সড়ক তৈরি করে দিয়েছি। আমার বাড়ির সামনের বাগান যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য রাস্তার প্রবেশদ্বারে গেইট দিয়েছিলাম। এখন প্রশাসনের আদেশে রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাস্তাটি সরকারি কিনা সেটি প্রথমে যাচাই করে দেখা হয়। রাস্তাটি সরকারি হওয়ায় দখলকারী ব্যক্তির কাছ থেকে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই রাস্তায় সরকারি সাইনবোর্ড লাগানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১০

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১১

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১২

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৩

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৪

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৫

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৬

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৭

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৮

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৯

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

২০
X