কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করল প্রশাসন

সরকারি রাস্তা উদ্ধার করে গেইট খুলে দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
সরকারি রাস্তা উদ্ধার করে গেইট খুলে দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগ নেতা আজমল আল শাহ সেন্টুর দখল থেকে দীর্ঘ এক যুগ পর সরকারি রাস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকায় ওই রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন চলাচল করছেন।

জানা যায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার-ভাটেরা-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে পশ্চিমমুখী সিংগুর গ্রিজিং, নয়াবাগান ও সিংগুর পুঞ্জির লোকদের যাতায়াতের সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে দখল করে রাখেন বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল আলী শাহের ছেলে ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু। ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের প্রভাব খাটিয়ে নিজের বাড়ির রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন এবং রাস্তার শুরুর অংশে গেইট তালাবদ্ধ করে রাখেন যাতে কেউ প্রবেশ করতে না পারে। যার কারণে এলাকার সাধারণ লোকজন বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতেন। স্থানীয় এলাকাবাসী একাধিকবার আপত্তি করলেও আজমল আলী সেন্টু কোনো কর্ণপাত না করায় আওয়ামী লীগের প্রভাব খাটানোর কারণে রাস্তাটি উন্মুক্ত করা যায়নি।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে স্থানীয় লোকজন সরকারি রাস্তা দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সম্প্রতি রাস্তাটি পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সরেজমিনে এলাকায় গিয়ে যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুর কবল থেকে সরকারি রাস্তাটি উন্মুক্ত করে দেন।

যুবলীগ নেতা আজমল আল শাহ সেন্টু বলেন, রাস্তাটি ৪০-৫০ বছরের পুরোনো এটা সত্য। এলাকার লোকদের চলাচলের সুবিধার্থে বিকল্প একটি সড়ক তৈরি করে দিয়েছি। আমার বাড়ির সামনের বাগান যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য রাস্তার প্রবেশদ্বারে গেইট দিয়েছিলাম। এখন প্রশাসনের আদেশে রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাস্তাটি সরকারি কিনা সেটি প্রথমে যাচাই করে দেখা হয়। রাস্তাটি সরকারি হওয়ায় দখলকারী ব্যক্তির কাছ থেকে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই রাস্তায় সরকারি সাইনবোর্ড লাগানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১০

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

১১

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

১২

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

১৩

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

১৪

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

১৫

দেশে মানবাধিকারের ৩ সংকট

১৬

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

১৭

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

১৮

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

১৯

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

২০
X